নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

রবিবার, ১ এপ্রিল, ২০১৮

3.সমকামী (অনু গল্প)

      ---পালী সরকার ঘোষ

একটা সময়ের পর সব চিন্তা ভাবনা গুলো কেমন জট পাকিয়ে যায় সাত্যকীর মনে ।  বাড়িতে রোজ বিয়ের চাপ আর ভালো লাগেনা
বাবা মা কে ঠিক বলতেও পারেনা যে ও কোনো মেয়ের জীবন নস্ট করতে পারবেনা ।  আসলে কলেজ থেকেই একজন কে সাত্যকী ভালোবাসে আর সেও সাত্যকী কে ।  ভালোবাসার ফল্গুধারায় দুজনে ভেসে গেলেও মধ্যবিত্ত সমাজ ওদের হয়তো এখনো মেনে নিতে পারবেনা কারন দুজনেই ছেলে আর সমকামী ভালোবাসা আইনত স্বীকৃতি পেলেও সমাজ এখনো কিছুটা একঘরে করেই রাখে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন