নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

রবিবার, ১ এপ্রিল, ২০১৮

৮)তুমি আছো তো।
       ----সুপ্রীতি বর্মন।


কঠিন পাথরে লুকায়িত জীবাশ্ম, অবহেলিত সঠিক ঠিকানা, তুমি আছো তো।।টানাপোড়েনের রসা দড়ি সংসার,

মুখে হাসি চোখে জল,

বিচিত্র প্রতিশ্রুতির অঙ্গীকার, তুমি আছো তো।।



জঠরে দমচাপা প্রতীক্ষার ক্ষিধে,

হৃদয়ে অন্ধলোলুপ ব্যগ্র লকলকে জিহ্বা, যথার্থ চরিতার্থতা অজানা প্রাপ্তি,

অস্তিত্ব সন্দিহান, তুমি আছো তো।



কামাতুর রৌদ্রদগ্ধ তৃষ্ণা,

দুগ্ধফেনিল বিষময় জটাজুট অজগর সমুদ্র মন্থন,

ধুন্দুমার স্মৃতির আগাম মধুবনী চিত্রপট,

তুমি আছো তো।



আগমনী প্রত্যুষে সানাই চৌদিক,

কচি পানপাতার আড়ালে নান্দনিক মুখশ্রী। সমর্পনের অস্তিত্ব পূর্নতার আঙ্গিকে নবপত্রিকার প্রবেশ।

সমৃদ্ধির কলস ফেলে আলতা চরন পটপট ছাপ,

মধুমাখা বসন্তে ভ্রমরের নিমন্ত্রন, তুমি আছো তো।



সাজসজ্জার আড়ালে নান্দনিক চিত্রপট, দর্পনের মুখভার অস্তিত্বের শ্রেষ্ঠতম রূপ উন্মোচনে,

অপারগ ক্লান্ত স্বত্তা।

অপরের প্রশংসায় মুখ গুঁজে পরাশ্রয়ী আপন যাচাই বিশ্লেষণ ছেঁড়া অতীত,

কুৎসিত অপারগ উচ্ছিষ্ট স্বত্তা,

দ্বিধাগ্রস্থ সঠিক মূল্যায়নে, তুমি আছো তো।।



গাছের গুঁড়িতে ঠেস,

 রৌদ্রদগ্ধ পথিকের আশ্রয়,

চেনা শূন্যতার কোলে ঠাঁই।

কাঠঠোকড়া উচাটন মনে,

স্বপ্ন সন্ধানী কিলবিল প্রান,

গলাধঃকরনে কোটরে জমায় পুরোনো উপাখ্যান।

 অন্ধ পরাশ্রয়ী মৃত্যু সহবাস,

অচেনা আশ্রয়, তুমি আছো তো।।
             --------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন