ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮

💃 সবাই চমকাবে 💃

✌জলফড়িং ওয়েব ম্যাগাজিন একটা স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছিলো একটা বৃহৎ সাহিত্য সাফল্যের আশায়। তাই ত্রৈমাসিক থেকে মাসিক হয়েছে কিন্তু তাতে করে আমাদের মন ভরছে না এমনও অনেক কবিরা আছেন যাঁরা বলে আপনাদের কোনো সংখ্যা কবে আছে?
এমনও কবিরা আছেন যারা বলে এখন লেখা দেওয়া যাবে না
যাই হোক আরও আছে.....

তাই নতুন সিদ্ধান্তে এসেছি আর তৈরী করেছি তিনটে বক্স যার ঠিকানা একটিই মাত্র মেল

★   jholfhoring@gmail.com

এখানেই মেল করে লেখা পাঠাতে হবে

🎁তিনটে বক্স কী জিনিস চলুন দেখি👀

১ম বক্স : এটা মাসিক ওয়েব ম্যাগ হিসেবে কাজ করে। (আমরা মাসিকের ক্ষেত্রে বেশির ভাগ সময়ই বিষয় রাখি তাতে করে লেখার সংখ্যা কম হলেও মানের সংখ্যা বাড়ে)

★ মাসিক সংখ্যা য় লেখা পাঠাতে গেলে
গ্রুপ ফোলো করতে হবে।

২য় বক্স : আমরা হঠাৎ একদিন সংখ্যা করি সেটা বিশেষ দিন হতে পারে আবার নাও হতে পরে। এই সংখ্যায় কোনো সময় বিষয় থাকে বা থাকেনা যদিও সেটা নির্ভর করে দিনের ওপর।

★ লেখা পাঠাতে গেলে গ্রুপ ফোলো করতে হবে।

৩য় বক্স: আমরা টপাটপ সংখ্যা অর্থাৎ দৈনিক সংখ্যাও করছি তবে এরজন্য লেখা পাঠাতে গেলে মেলের বিষয় বডিতে উল্লেখ করবেন এটা টপাটপের জন্য আর নিজস্বী এবং সঙ্গে ঠিকানা আরও একটা কথা লেখার সারসংক্ষেপ দু-লাইনে বলে দেবেন।

আর কিছু নিয়মাবলী আছে

১.) আমরা লেখার সাথে কোনো ছবি নিই না (মাসিক আর হঠাৎ একদিনের জন্য, কিন্তু টপাটপ সংখ্যায় নিজস্বী লাগবেই)

২.) আমরা প্রাপ্তিস্বীকার পাঠাই  কিন্তু তার মানে এটা নয় যে তাঁর লেখা মনোনীত হয়ে গেছে আর মনোনীত হলে জানাতে পারিনা তারজন্য দু:খিত।

৩.) আচ্ছা আমরা সব ছাপিত লিঙ্ক এই গ্রুপে দিই তবে এবার থেকে যারা মেল করবেন আর যাঁদের মনোনীত হবে তাঁদেরও দিয়ে দেব ভেবেছি।

৪.) আরও একটা কথা বলি যারা মেল করবেন তাদের আমরা আমাদের গ্রুপের লিঙ্ক দেব পাড়লে যুক্ত হবেন উপকৃত হবো কারণ ৩ নং কথাটা রাখা নাও যেতে পারে।

আরও জানতে ফোন করতে পারেন এই নম্বরে, ম্যাগাজিনে আছে নম্বর দেখুন এখানে দিলাম না তার কারন আপনারা ম্যাগটা এই সুযোগে ঘুরে আসলেন। লিঙ্ক নীচে

Www.jolfhoring.blogspot.com

★ দরকারি কথা:- এমন যদি কেও আছেন যাঁরা সমকামিতা সংখ্যা অর্থাৎ আগের সংখ্যায় লেখা দিয়েছিলেন কিন্তু লিঙ্ক পাননি তাহলে ওপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিন, আপনার লেখা থাকলে এই নম্বরে জানাবেন ৭৪০৭৭৬০১৭২।

  ২. নং দরকারি কথা না বললেই নই সেটা হলো আমরা মাসিক সংখ্যায় লেখা জমা দেবার যে লাস্ট তারিখ দিয়ে থাকি তার দু-দিন আগেই পাঠাবেন অনেক সময় লাস্ট তারিখের দু-দিন আগে থেকেই কাজ শুরু করি বাছাই পর্বের। কেন?  প্রশ্ন করবেন না তাইতো আগেই বলে দিলাম যেন দোষ দিতে না পারেন।

সবার লেখাই ভালো,স্বচ্ছতার প্রকাশ রাখে
       বেশ ভালো থাকবেন কলম চলুক।

                                       ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন