-: আক্ষেপ:-
সেই অশান্ত সমুদ্র সৈকতে,
অসংখ্য নুড়ি কাঁকড়ের ভীড়ে
হেঁটে চলেছি চোখ ধাঁধানো নীলাভ পানে চেয়ে,
দেখি কিছু মাঝি নিরলস শ্রমে,
পাল তুলে নৌকায়,করছে মৎস ধরবার উপক্রম,
বেপরোয়া চিত্তে, প্রাণ নিয়ে হস্তে, নির্ভীক হৃদয়ে চলে জীবনযাপন,
কখনো উত্তাল ঢেউয়ে, কখনো বা ঘেমে নেয়ে, চলছে এ জীবনধারা
ব্যাস্ত শহরে পড়বে না ধরা,
পড়বেনা এ শ্রমের মূল্য দৈনিক আহারে ।
-অলক দেবনাথ
সেই অশান্ত সমুদ্র সৈকতে,
অসংখ্য নুড়ি কাঁকড়ের ভীড়ে
হেঁটে চলেছি চোখ ধাঁধানো নীলাভ পানে চেয়ে,
দেখি কিছু মাঝি নিরলস শ্রমে,
পাল তুলে নৌকায়,করছে মৎস ধরবার উপক্রম,
বেপরোয়া চিত্তে, প্রাণ নিয়ে হস্তে, নির্ভীক হৃদয়ে চলে জীবনযাপন,
কখনো উত্তাল ঢেউয়ে, কখনো বা ঘেমে নেয়ে, চলছে এ জীবনধারা
ব্যাস্ত শহরে পড়বে না ধরা,
পড়বেনা এ শ্রমের মূল্য দৈনিক আহারে ।
-অলক দেবনাথ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন