ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

-: ক্লান্ত :-

তুমি তো কবেই পালিয়ে গেলে,
পড়ে শুধু প্রতিশ্রুতির শিলান্যাস,
তুমি পাগল হৃদয় বহে,বাস্তবতার
পরিহাস্।
রক্তিম শীথিল ভরাডুবি মন, দোটানায় আজ একাকার
ঘরে বসে শুনি নিশুতি রাতে
অন্তর্ভেদি এক চিৎকার
নিঃশব্দ পথে বাকরুদ্ধ বেদনায়
হোঁচট খাই বারবার,
নির্বাক অধ্যায় হয়েছে বিমূঢ়
পাই না কোনো প্রতিকার
দুরন্ত স্বপ্নময় জগতে ঠিকানাহীন
ফেরারী দূরস্ত মন
কলঙ্কিত নির্বাচিত সঠিকের
আজ অনাথ দিনযাপন ।
     -অলক দেবনাথ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন