নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

★জলফড়িং অনলাইন ব্লগ★

জলফড়িং-এ মাসিক সংখ্যার জন্য লেখা আহ্বান।

আপনার পছন্দের যে কোনো বিষয় নিয়ে লিখে ফেলুন....আর চটপট পাঠিয়ে দিন jholfhoring@gmail.com -এই ইমেলে। সঙ্গে দিন একটি নিজস্বী।

গল্প/অনুগল্প/কবিতা/অনুকবিতা/দীর্ঘ কবিতা/ভ্রমন বিষয়ক/প্রবন্ধ..... আপনার স্বরচিত লেখা মে মাসের ১০ তারিখের মধ্যে আসা চায়।

তাই আর দেরি না করে পাঠিয়ে দিন....প্রাপ্তি স্বীকার করা হবে। তবে অবশ্যই ১৫ই মে মাসিক সংখ্যা প্রকাশ হবে....তখন প্রত্যেকের লেখার লিংক পাঠিয়ে দেওয়া হবে.... অবশ্যই সেগুলি নির্বাচিত লেখার লিংক।

প্রয়োজনে সব খবর জানতে চোখ রাখুন "জলফড়িং তক্তাপোষ" ফেসবুক পেজে।
                -------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন