ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

     ♦ দৃষ্টিকোণ ♦
------------সুদীপ্ত সেন(ডট.পেন)

কোর্ট থেকে ফিরে আসা কোর্টে অন্য রকম অন্যের গন্ধের গন্ধ,
নতুন কেসের মাথা ধরা স্টাডির ডায়রির পাতা ঘেঁটে রাত কাভার,
এরওপর চশমার পাওয়ার, না দেখা চোখে ঘোলাটে সাদার কাছে  দায়ী,
সম্পর্কে বিচ্ছেদ কচি-কাচা ছেড়ে দূরে...
ডয়ার হাতরে চুরুটের স্পর্শ আদরে,
এর মাঝে ভাগাভাগি হয়ে গেছে কিছুটা
কিছু শেখা আর শিখে যাওয়ার মাঝে এক্সপেরিমেন্ট করছে জীবন,
দু-ফোটা চোখের জল সাদা ঘোলাটে থেকেও পড়ে দৃষ্টিকোণে,
আমি কিছু ভাবিনা আর ন্যাপথলিনের গন্ধ শুঁকি,
      আর.....
বাড়ীর উঠানের ঝড় পাতলা ডানায় হওয়াই মিশিয়ে দিলাম আলগোছে!!

         

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন