নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

নির্জনে একলা

" একলা ঘরে "

আমি আমার একলা ঘরে
একাই কাটাই রোজ....
রোজের অফিস, ঘরে ফেরা
কেউ নেয় না খোঁজ....
কাজের নামে ব্যস্ত থাকি
মিথ্যে অজুহাতে....
কখনওবা অলসভাবেই প্রহর কাটে
নরম বিছানাতে....
সময় পেলে জানালা ধারে
দাঁড়াই দুচোখ খুলে....
যতদূর দেখি ঝাপসা লাগে
বাস্তব যাই ভুলে....
সুখের খোঁজে উদাসী মন
ঘরের কোন-ই খোঁজে....
মনের ঘরে একলা আমি
আমার ঘর-ই বোঝে....।।
                           
নাম- পাখি পাল

ঠিকানা--(গ্রাম-মির্জাপুর, জেলা-হাওড়া, রাজ্য-পশ্চিমবঙ্গ, দেশ-ভারতবর্ষ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন