রঙীন বসন্ত ।
অরূপ সরকার ।
আমি গ্রীষ্মের দুপুরেও বসন্ত আনতে পারি ,
তোর হাসি মুখে।
আবার তোকে হাসাতেও পারি নিছক পাগলামিতে,
তুই তো আবার রেগেই যাস কারণ অকারনে
অভিমানে আবার দুরত্ব বাড়াস কেমন আবেগ বশে।
রাগ আভিমান হাসিতে কেমন আস্ত একটা তুই
তোকে আমি কেবল মাত্র দুর থেকেই ছুঁই।
আজ এসেছে আবার দেখ সেই রঙিন দিন।
তাই তো আমি বলছি তোকে শুভ জন্মদিন ।
এই সুন্দর মুহুর্তে এই আশাই রাখ,
তোর সকল স্বপ্নগুলো চরম পূর্ণতা পাক।
অরূপ সরকার ।
আমি গ্রীষ্মের দুপুরেও বসন্ত আনতে পারি ,
তোর হাসি মুখে।
আবার তোকে হাসাতেও পারি নিছক পাগলামিতে,
তুই তো আবার রেগেই যাস কারণ অকারনে
অভিমানে আবার দুরত্ব বাড়াস কেমন আবেগ বশে।
রাগ আভিমান হাসিতে কেমন আস্ত একটা তুই
তোকে আমি কেবল মাত্র দুর থেকেই ছুঁই।
আজ এসেছে আবার দেখ সেই রঙিন দিন।
তাই তো আমি বলছি তোকে শুভ জন্মদিন ।
এই সুন্দর মুহুর্তে এই আশাই রাখ,
তোর সকল স্বপ্নগুলো চরম পূর্ণতা পাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন