নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮



একটা স্বপ্ন নিয়ে শুরু করেছি এই ওয়েব ম্যাগাজিন টি ২০১৭ সালের ১৫ নভেম্বর প্রথম প্রকাশ হয়েছিল। তার একটা উদ্দেশ্য নিশ্চয় আছে,
 কিন্তু সেটা কী?
~~~উদ্দেশ্য হলো জলফড়িং সাহিত্যকে কিছু দিতে চায় সে বাংলা হোক বা ইংরেজি। যে কেও লেখা পাঠাতে পারেন কোনো নিষেধ নেই কোনো কাঁটাতার না মেনেই জলফড়িং। আমরা কবিতা, গল্প, অনুকবিতা, অনুগল্প সাহিত্য বিষয়ক সবই নিয়ে থাকি।
আমরা মাসিক সংখ্যা করি আবার দৈনিকও লেখা নিয়ে থাকি আর যেটা করি সেটা হলো আমরা আকস্মিক সংখ্যা করি। এই আকস্মিক, মাসিকের জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে আমাদের ফেসবুক গ্রুপে যার নাম জলফড়িং-র তক্তাপোশ। আসুন যুক্ত হয় হাত ধরি একে অপরের আর আপনার লেখারা ডায়রি থেকে উঠে এসে সাহিত্যের আকাশে ডানা মেলুক জলফড়িং-এ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন