৪)পচা মানুষ, নোংরা কবি
-----অভিষেক মিত্র
আজ, আমি বিরক্ত সেই সব নির্লজ্জ লোকেদের উপর
যারা ক্লেম করে ওরা কবি
আর আমরা সব পচে যাওয়া মানুষ।
তারা ঘুরে ফিরে আমাদের সামনে এসে দাঁড়ায়
আর জ্ঞান দেয় জীবনের উপর,
আমাদের বোঝায় এটা একটা নষ্ট শহর।
আমি আমার কবিতাগুলো লিখতে চাই নোংরার উপর,
যখনই লোকে নোংরার কথা বলে, আমার মাথায় কবিতা ঘুরপাক খায়,
যখনই লোকে কবিতার কথা বলে, আমার মাথায় ঘোরে পায়খানা।
কি করে একজন এইভাবে বেঁচে থাকবে?
কে বাঁচাবে তাকে?
আমি সত্যিই বিরক্ত ওদের জীবন নিয়ে,
বীতশ্রদ্ধ এই হিপক্রিটিকাল শহরে।
কারুর প্রয়োজন নেই আমাকে বোঝানোর বা শেখানোর,
আমি প্রায় সেই জন্ম থেকেই আস্তে আস্তে পচছি।
----------------
-----অভিষেক মিত্র
আজ, আমি বিরক্ত সেই সব নির্লজ্জ লোকেদের উপর
যারা ক্লেম করে ওরা কবি
আর আমরা সব পচে যাওয়া মানুষ।
তারা ঘুরে ফিরে আমাদের সামনে এসে দাঁড়ায়
আর জ্ঞান দেয় জীবনের উপর,
আমাদের বোঝায় এটা একটা নষ্ট শহর।
আমি আমার কবিতাগুলো লিখতে চাই নোংরার উপর,
যখনই লোকে নোংরার কথা বলে, আমার মাথায় কবিতা ঘুরপাক খায়,
যখনই লোকে কবিতার কথা বলে, আমার মাথায় ঘোরে পায়খানা।
কি করে একজন এইভাবে বেঁচে থাকবে?
কে বাঁচাবে তাকে?
আমি সত্যিই বিরক্ত ওদের জীবন নিয়ে,
বীতশ্রদ্ধ এই হিপক্রিটিকাল শহরে।
কারুর প্রয়োজন নেই আমাকে বোঝানোর বা শেখানোর,
আমি প্রায় সেই জন্ম থেকেই আস্তে আস্তে পচছি।
----------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন