সুদীপ্ত'র ভালোলাগা
-----------------ডট.পেন লিখছে
সুনন্দ দা তোমার লেখা গুলো বেশ লাগে
তোমার ইমপিচমেন্ট আমার খুব মনে আছে।
আজাহারুল দা তুমি দারুণ এককথায় বললাম,
তুমি কাফন ঢাকা দিয়েছিলে মনে আছে আমার।
তুষার বাবু,কবি তুষার কান্তি রায় খুব প্রিয় ব্যক্তিত্ব আপনার পুচু ডাক মনে আছে
আপনার দোসরটা আমার খুব ভালো লেগেছে।
অংশুবাবু,কবি অংশুমান কর শ্রদ্ধা নেবেন যে মেয়েকে(আসিফা) সবাই অবজ্ঞা করবে আপনি তার বাবা হয়েছিলেন, মনে আছে আমার
অনুব্রতা দি তুমি চিরকাল ওমনি করেই হেসো
তোমার মেসবালক কেমন আছে?
তোমার কন্ঠকে আমি ভালোবাসা দিলাম।
আসিফ দা তোমার একটু খানি ঘেঁটে দেখা ইন্টারনেট, বুঝতে পেরেছো নিশ্চয় হা'হা দারুণ।
মাসিমণি তুমি প্রনাম নিও তোমাকে কোনোদিন ভুলব না,লেখা দিয়ে তোমায় ভালোবাসা দিতে যাবনা।
সুবীর দা তোমার অনুকবিতা গুলো বেশ ভালো,
দিদান, তোমার ওই হাসিটা তোমার লেখার মতই শুদ্ধ, তৃপ্তি দায়ক, অসামান্য।
কাব্যশ্রী তোমাকে প্রনাম, তোমাকেই দেখি প্রায়দিন তুমি বিজয়ী হয়েছো ভালোলাগে, দারুণ লাগে।
জয়দীপ দা লেখাগুলো অন্যরকম তোমার
বারবার পড়তে ইচ্ছে করে কাদম্বরীর চোখ আরও একটা যেটাতে পোস্ত-র কথা বলা ছিল।
শাল্যদানী রুপম দা, কবি শাল্যদানী রুপম, দাদা দাঁড়িয়ে শুনবো তোমার গলা এক শান্ত,ভেজানো গলা কোনো অন্ধকার বা আলো বা গুহা'ই তোমার সাথে বসবো কবিতা নিয়ে, ইচ্ছে আছে।
সুপ্রকাশ কাকু,কবি তোমায় শ্রদ্ধা,
ভগবান প্রসন্ন হলে সব হয় তুমি বলেছিলে
তোমার সাজানো বইগুলো একবার নেড়ে দেখবো, সেদিন দেখা হয়নি আবার যাবো একদিন।
পার্থ দা তোমার লেখায় অদ্ভূত একটা কেমন আছে,
সৌরভ দা তোমার লেখা আমার অসম্ভব ভালো লাগে।
অরূপ দা তোমার লেখাই একটা প্রান আছে,
অনুরূপা দি তোমার সব লেখাই সেরা,
রাহুল দা, কবি রাহুল গাঙ্গুলী, তোমার লেখাগুলো খুব কঠিন বারবার পড়ে বোঝার চেষ্টা করি কিন্তু, আচ্ছা দু-একটা লেখা একটু সহজ করে লিখতেই পারো...
তোমরা সবাই আমার কাছে প্রিয় সবাই
প্রত্যেকটা কবিতা পড়ি তোমাদের সত্যি বলছি, দারুণ লাগে..
তোমরা হয়তো কেউ নামী বা অনামী আমার মতোই।।
-----------------ডট.পেন লিখছে
সুনন্দ দা তোমার লেখা গুলো বেশ লাগে
তোমার ইমপিচমেন্ট আমার খুব মনে আছে।
আজাহারুল দা তুমি দারুণ এককথায় বললাম,
তুমি কাফন ঢাকা দিয়েছিলে মনে আছে আমার।
তুষার বাবু,কবি তুষার কান্তি রায় খুব প্রিয় ব্যক্তিত্ব আপনার পুচু ডাক মনে আছে
আপনার দোসরটা আমার খুব ভালো লেগেছে।
অংশুবাবু,কবি অংশুমান কর শ্রদ্ধা নেবেন যে মেয়েকে(আসিফা) সবাই অবজ্ঞা করবে আপনি তার বাবা হয়েছিলেন, মনে আছে আমার
অনুব্রতা দি তুমি চিরকাল ওমনি করেই হেসো
তোমার মেসবালক কেমন আছে?
তোমার কন্ঠকে আমি ভালোবাসা দিলাম।
আসিফ দা তোমার একটু খানি ঘেঁটে দেখা ইন্টারনেট, বুঝতে পেরেছো নিশ্চয় হা'হা দারুণ।
মাসিমণি তুমি প্রনাম নিও তোমাকে কোনোদিন ভুলব না,লেখা দিয়ে তোমায় ভালোবাসা দিতে যাবনা।
সুবীর দা তোমার অনুকবিতা গুলো বেশ ভালো,
দিদান, তোমার ওই হাসিটা তোমার লেখার মতই শুদ্ধ, তৃপ্তি দায়ক, অসামান্য।
কাব্যশ্রী তোমাকে প্রনাম, তোমাকেই দেখি প্রায়দিন তুমি বিজয়ী হয়েছো ভালোলাগে, দারুণ লাগে।
জয়দীপ দা লেখাগুলো অন্যরকম তোমার
বারবার পড়তে ইচ্ছে করে কাদম্বরীর চোখ আরও একটা যেটাতে পোস্ত-র কথা বলা ছিল।
শাল্যদানী রুপম দা, কবি শাল্যদানী রুপম, দাদা দাঁড়িয়ে শুনবো তোমার গলা এক শান্ত,ভেজানো গলা কোনো অন্ধকার বা আলো বা গুহা'ই তোমার সাথে বসবো কবিতা নিয়ে, ইচ্ছে আছে।
সুপ্রকাশ কাকু,কবি তোমায় শ্রদ্ধা,
ভগবান প্রসন্ন হলে সব হয় তুমি বলেছিলে
তোমার সাজানো বইগুলো একবার নেড়ে দেখবো, সেদিন দেখা হয়নি আবার যাবো একদিন।
পার্থ দা তোমার লেখায় অদ্ভূত একটা কেমন আছে,
সৌরভ দা তোমার লেখা আমার অসম্ভব ভালো লাগে।
অরূপ দা তোমার লেখাই একটা প্রান আছে,
অনুরূপা দি তোমার সব লেখাই সেরা,
রাহুল দা, কবি রাহুল গাঙ্গুলী, তোমার লেখাগুলো খুব কঠিন বারবার পড়ে বোঝার চেষ্টা করি কিন্তু, আচ্ছা দু-একটা লেখা একটু সহজ করে লিখতেই পারো...
তোমরা সবাই আমার কাছে প্রিয় সবাই
প্রত্যেকটা কবিতা পড়ি তোমাদের সত্যি বলছি, দারুণ লাগে..
তোমরা হয়তো কেউ নামী বা অনামী আমার মতোই।।
কবিতা নিয়ে বসার সেরা জায়গা গুহা-ই বটে। বেশতো।
উত্তরমুছুনকবিতা নিয়ে বসার সেরা জায়গা গুহা-ই বটে। বেশতো।
উত্তরমুছুন