নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

রবিবার, ১ এপ্রিল, ২০১৮

৭) সমকামী
         ----দিব্যেন্দু গনাই


মানুষ তুমি নিচ হলে, ভেবেই আজ সন্দিহান,

ঐ নরম হাতে লিখছে সে—"আমি হলাম লেসবিয়ান"!

বাস্তবাদীর বাস্তবতা, এখন বোধহয় গৌনতা,

আড়ালে–আবডালে চলে অপরাধ ও যৌনতা।


উত্তরাধিকার শিক্ষা– "ডারউইনের বিবর্তনে",

বাঁধনভাঙা বন্যা লেখা–উথলে ওঠা হরমোনে।

জ্ঞানপাপী–ধার্মিক সভ্য সমাজের মান?—

কটূভাবে বলছো কেনো?—"ওরে তুই লেসবিয়ান?"


সমকামীর মান্যতা শাসকরূপে যুক্ত ‘কামে’–

ভিন্নতার সন্ধানেতে –শাসন এবং ধর্ষকামে।

নিষেধাজ্ঞার প্রাচীরগুলো দাঁড়িয়ে থাক সজ্ঞানে,

ভবিষ্যত আজ দর্পিত হোক, বর্তমানের দর্পণে।
                --------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন