ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮

   
       

       _______নববর্ষ
                       সুনন্দ মন্ডল

নববর্ষের গন্ধ ভেসে এলো
একটুকরো কালবৈশাখীর ঝরাপাতায়।
স্নিগ্ধ সুবাস প্রাণ-মন জুড়ে
দেহে ঘর্মাক্ত ক্লেদ।
মাটির বুকে গাছেদের দাঁড়িয়ে থাকা,
মাথা নুইয়ে নতুনের আহ্বান।
উজ্জ্বল দিন মুক্ত বাতাস
প্রকৃতির ছন্দে গানের ভেলায়,
নবপ্রভাতে রবির দান।
মেখে নেব স্বজন একান্ত স্নেহ মায়া,
তেঁতুল পাতায় হাসব ন'জন!
উন্মুক্ত ডানায় পাখিরা ওরে,
ফুলের গায়ে প্রজাপতিরা ছোটে।
আমের বোল ফুটেছে উৎসবে
হেসেছে মনের সিদ্ধিদাতা।
নববর্ষের নবদিনে নব জ্যোৎস্না বয়ে যাক,
নব কিরণে এ-শহর নতুন করে ধুয়ে যাক!
গ্রামের মলিনতা মুছে যাক নবসিঞ্চনে।
চোখে-মুখে গ্রহণ ভেঙে স্বাগত জানাই
কলঙ্কিনী পোড়া চাঁদের স্নায়ুকে।
             --------------------
কাঠিয়া,মুরারই,বীরভূম

(রবীন্দ্রনাথ ঠাকুরের...ছেলেটা,আফ্রিকা,
ক্যামেলিয়া,বাঁশি, সোনারতরী, চিত্রা ইত্যাদি 
কবিতা ভালো লাগে)
@সমাজের প্রতি ক্ষুদ্র মানবের বার্তা এই যে, 
নতুন বছরে সবাই যেন শান্তিতে থাকতে পারি)
            ------------$-------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন