নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

রক্তে লেখা

প্রেমিক নাম টি খুবই মিথ্যা এখন,
প্রেমে তাও বিষ খেয়ে যাই সত্যি ভেবে,

চিঠি তে কবির কলম মারছে চাবুক ,
ভুল হয়েছে প্রেমিক নামের সত্যি জেনে,

প্রেমিক এখন শরীর নামের শব্দ চেনে,
প্রেমিকা গল্প লেখে ভাতের পাতে,

চিঠিতে লাগতে পারে টকটকে লাল
প্রেমিক এখন সত্যি খুবই আঁধার মাখে,

প্রেম এখন প্রান্তে গিয়ে পুড়ছে দেখো
প্রেমিকার রক্ত গুলোই হচ্ছে সেকা ,

রাস্তায় নামলে পরে খাচ্ছি হোঁচট জ্যান্ত লাশে,
শহর এখন শব্দ লেখে লাভ জিহাদে,

আকাশেই জমছে যত প্রেমের আগুন,
শহর আজ ঢাকতে পারে মেঘের গানে ।।

_______ সুরজিৎ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন