১) বোধ::
----অভিজিৎ দাসকর্মকার
অনেক পাপ আছে
কোনোটাই মিথ্যে নয়।
একটু অন্ধকারেই
ভালোবাসার জন্ম হয়।
অপেক্ষায় অস্থিরতা জেগে
কথা আসে ঘুমিয়েথাকো।
আনন্দ মৃত্যুর সময় গুনে ছুটি
জীবন শুয়ে আছে অন্ধকারে ।
জেগে থাকে রাস্তার দুপাশে ঘাস,
কান্না পায় পথ পিছলে।
এই শহরে তরুনের রাতে মনে পড়ে
ভোরের আগে যেতে হবে ঠিকানায়।
--------------
----অভিজিৎ দাসকর্মকার
অনেক পাপ আছে
কোনোটাই মিথ্যে নয়।
একটু অন্ধকারেই
ভালোবাসার জন্ম হয়।
অপেক্ষায় অস্থিরতা জেগে
কথা আসে ঘুমিয়েথাকো।
আনন্দ মৃত্যুর সময় গুনে ছুটি
জীবন শুয়ে আছে অন্ধকারে ।
জেগে থাকে রাস্তার দুপাশে ঘাস,
কান্না পায় পথ পিছলে।
এই শহরে তরুনের রাতে মনে পড়ে
ভোরের আগে যেতে হবে ঠিকানায়।
--------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন