৫) শরীরের ঘ্রাণ
----- প্রসেনজিৎ মুখোপাধ্যায়
আমি খুব দুঃখ পেলে, পাগলের মতো হাঁকপাঁক করে,
আলমারি খুলে তোমার ফেলে আসা জামাকাপড়ে তোমার গন্ধ খুঁজি;
মনটাকে মানাতে চাই, তুমি এখানেই আছো I
আমাকে পৃথিবী আর নরকের শুন্যতার মধ্যে কোথাও ফেলে রেখে যাওনি তুমি।
মনে হয়, এই এক্ষুনি; এইমাত্র, তুমি স্নানঘর থেকে,
ভেজা গামছা পড়ে, আমাকে জড়িয়ে ধরে বলবে,
কি হল, অনেক বেলা তো হল; অফিস যাবে না তুমি?
মনে হয়, তুমি এইখানে; এইমাত্র, চুপটি করে আমার নিশ্ছিদ্র গহনে শুয়ে আছো তুমি।
মনে হচ্ছে তোমার আশ্বাস, তোমার নিঃশেষিত-বিশেষ আমার শরীরের মধ্যে আসতে আসতে; ভেতরে - খুব ভেতরে ইঞ্জেক্ট হয়ে যাচ্ছে।
আর আমি পাগলের মতো হাঁকপাঁক করে, তোমার শরীরের গন্ধ খুঁজে পাচ্ছি;
আমার এখনো বিশ্বাস হয় না, যে আমি একা হয়ে যাচ্ছি;
আমার এখনো বিশ্বাস হয় না, শ্মশানের পথে, আমি একা হেটে যাচ্ছি।
আমি খুব দুঃখ পেলে, পাগলের মতো তোমার গায়ের গন্ধ খুঁজি, ফেলে আসা গন্ধের মধ্যে, তোমার ফেলে আসা ভালোবাসাগুলিকে খুঁজতে খুঁজতে,
আমি তোমার ফেলে রাখা পুরোনো জামাকাপড়গুলি খুঁজি।
--------------
----- প্রসেনজিৎ মুখোপাধ্যায়
আমি খুব দুঃখ পেলে, পাগলের মতো হাঁকপাঁক করে,
আলমারি খুলে তোমার ফেলে আসা জামাকাপড়ে তোমার গন্ধ খুঁজি;
মনটাকে মানাতে চাই, তুমি এখানেই আছো I
আমাকে পৃথিবী আর নরকের শুন্যতার মধ্যে কোথাও ফেলে রেখে যাওনি তুমি।
মনে হয়, এই এক্ষুনি; এইমাত্র, তুমি স্নানঘর থেকে,
ভেজা গামছা পড়ে, আমাকে জড়িয়ে ধরে বলবে,
কি হল, অনেক বেলা তো হল; অফিস যাবে না তুমি?
মনে হয়, তুমি এইখানে; এইমাত্র, চুপটি করে আমার নিশ্ছিদ্র গহনে শুয়ে আছো তুমি।
মনে হচ্ছে তোমার আশ্বাস, তোমার নিঃশেষিত-বিশেষ আমার শরীরের মধ্যে আসতে আসতে; ভেতরে - খুব ভেতরে ইঞ্জেক্ট হয়ে যাচ্ছে।
আর আমি পাগলের মতো হাঁকপাঁক করে, তোমার শরীরের গন্ধ খুঁজে পাচ্ছি;
আমার এখনো বিশ্বাস হয় না, যে আমি একা হয়ে যাচ্ছি;
আমার এখনো বিশ্বাস হয় না, শ্মশানের পথে, আমি একা হেটে যাচ্ছি।
আমি খুব দুঃখ পেলে, পাগলের মতো তোমার গায়ের গন্ধ খুঁজি, ফেলে আসা গন্ধের মধ্যে, তোমার ফেলে আসা ভালোবাসাগুলিকে খুঁজতে খুঁজতে,
আমি তোমার ফেলে রাখা পুরোনো জামাকাপড়গুলি খুঁজি।
--------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন