অসম্পূর্ণ ও সম্পূর্ণ ।
অরূপ সরকার ।
জানিস ইচ্ছে ছিল তোর সাথে অনেক পথ চলার ।
কিন্ত তা হয়নি,
মানুষের সব ইচ্ছে তো পুরণ হয়না,
ইচ্ছে ছিল তোর সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার।
কটা সূর্যোদয় দেখেছিলাম তা হাতে গোনা।
তোর পদধ্বনী আজও শুনি বাতাসে।
বাতাস যখন ছোঁয় তখন তোকে অনুভব করি।
জানি কখোনোই তুই ফিরবি না,
এটাও ভীষণ রকম বাড়াবাড়ি।
কী করব বল স্বপ্নের তো ইয়াত্তা নেই।
অবশ্য আমার এই একাকীত্বের তোর কোনো দায় নেই ।
তবু বলি ভীষন ভাবে তোকে অনুভব করি
আমার মন খারাপের রাতে।
তুই থেকে যাস আমার স্রোতের অনুকুলে।
ভালবাসার ভাগ নাই বা হলি।
থাকিস আমার মন্দবাসার গল্পে।
ছবি ঋণ ব্রততী রায় ।
অরূপ সরকার ।
জানিস ইচ্ছে ছিল তোর সাথে অনেক পথ চলার ।
কিন্ত তা হয়নি,
মানুষের সব ইচ্ছে তো পুরণ হয়না,
ইচ্ছে ছিল তোর সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার।
কটা সূর্যোদয় দেখেছিলাম তা হাতে গোনা।
তোর পদধ্বনী আজও শুনি বাতাসে।
বাতাস যখন ছোঁয় তখন তোকে অনুভব করি।
জানি কখোনোই তুই ফিরবি না,
এটাও ভীষণ রকম বাড়াবাড়ি।
কী করব বল স্বপ্নের তো ইয়াত্তা নেই।
অবশ্য আমার এই একাকীত্বের তোর কোনো দায় নেই ।
তবু বলি ভীষন ভাবে তোকে অনুভব করি
আমার মন খারাপের রাতে।
তুই থেকে যাস আমার স্রোতের অনুকুলে।
ভালবাসার ভাগ নাই বা হলি।
থাকিস আমার মন্দবাসার গল্পে।
ছবি ঋণ ব্রততী রায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন