ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮

সম্পাদকীয় কলমে.......

                       
_____বর্ষ-বিদায়ে
                  সুনন্দ মন্ডল
   
                বর্ষ শেষের পালা শুরু,

  খসে পড়ছে একটা একটা করে সময়ের পাতা
গাছেরা সভা করছে নতুনকে স্বাগত জানাবে বলে।

           সূর্যের সেই হাসি আজ দেখিনা
     ম্লান চোখে মাথা ঠেকিয়েছে দীঘির জলে।
  রক্ত রাঙা হৃদয়টা ফ্যাকাশে মেঘের আবরনে!

              চাঁদ কি আজ আর উঠবেনা!
 সেও কি শোকের ছায়ায় বিদায়ের প্রহর গুনছে!
 কলঙ্ক গায়ে মেখে মুখ ঢেকেছে আকাশের বুকে।

 আসুক না! পৃথিবীর পাঁজরে হাজার পাথর নেমে।
 তবু সে স্বচ্ছন্দে সানন্দে মেনে নেবে কষ্টের মুহূর্ত।

      শঙ্খ ধ্বনিতে মুখরিত বাতাসের জানালা
         উলু ধ্বনিতে নব উৎসবের হুলিয়া।
         ‎
              চোখের দামি জল খরচ করে    
        শিরা-উপশিরায় ব্যথার উপশম নিয়েও
   ‎চৈত্র শেষে পুরোনো স্মৃতি ভুলতে প্রস্তুত প্রকৃতি।
   ‎
        আমরাও দু'হাত তুলে সারেন্ডার করেছি
   মানব-পশু-পাখি নতুনের আলো মাখব বলে।
   ‎               -----------------
             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন