ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

জীবন ছায়া
-------------------
ঋতুপর্ণা ব‍্যানার্জী

সময় শরীর সঙ্গী খোঁজে নির্জনতার

একটা সরীসৃপ কালো ছায়া নামে পরিপাটি ত্বকের আনাচে কানাচে

কপালের তাপ শুষে নেবার বর্ষা নেই

প্লাস্টার খসা লাল ইঁট থেকে উঁকি মারে অন্য একটা কাল

চাঁদ চোয়ানো ঘরে গ্রামোফোনে বাজে
ন‍্যাট কিংকোল
"হোয়েন আই ফল ইন লাভ"

সারি সারি বই ঘুমিয়ে আছে স্মৃতির লকারে

মাকড়সার জালে আবৃত্ত সেই ছায়া ছায়া কাল লিখেছিল তিনটি প্রেমের কবিতা অতি পুরাতন উইপোকায় কাটা জীবন প্রচ্ছদ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন