নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

সার্থক তুমি রূপকার ।
অরূপ সরকার ।
তোমার হাতের স্বর্ণকলম,
কাটালো সাহিত্য স্থবিরতা।
তোমার সৃষ্টি সর্বদাই বসন্তের আবির মাখা।
তোমার হাতেই রূপ পেয়েছিল সাহিত্য নব দিগন্ত ।
তোমার কাছেই রূপ পেল sonnet কিংবা sonnetto,
নতুন ধারায় লিখে তুমি আনলে নতুন ধারা।
নতুন রূপে উদ্বেলিত হল তোমার ছন্দেরা,
দিনটি ছিল  23 শে এপ্রিল সাল 1564,
সকল সাহিত্যিক দিল তোমার কর্মের জয়ধ্বনী;
লিখেছিলে প্রথম কাব্যনাট্য Hamlet কিংবা oethello,
তোমার হাতেই নাটক গুলো সর্বপ্রথম প্রান পেল।
তাই আমি বলছি তোমায় সার্থক তুমি রূপকার,
যেখানেই থাকো ভালো থেকো,
শুভ জন্মদিন  WILLIAM SHAKESPEARE ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন