1. ______সমকামিতা
--সুনন্দ মন্ডল
সভ্যতার এ-গলি থেকে সে-গলি
রাতের অন্ধকারে জন্ম নেয় কামনার চিড়ে।
জনমানবের আর্ততা কিংবা কান্নার পলি
মিলিয়ে যায় পণ্যতার সমাজে।
সমকামনা তথা সমকামিতা সেতো
ভালোবাসার ফসল।
কে কার প্রিয়, কার কাকে ভালো লাগে?
বলবে কে? এই সমাজ!
নদীর স্রোতে বয়ে যায় সব আবর্জনা
ভাবতে শেখায় পবিত্র সে জল।
উভলিঙ্গের কামনার তীব্রতায়
ধরা পড়ে এক বাস্তব কঠোর প্রেম।
সম কিংবা অসম লিঙ্গের টান
জন্ম দেয় শুধুই পবিত্রতা
ভালোবাসায় অপার বিশ্বটাও
জন্ম দিক নিঃশর্ত মানব জীবন।
---------------
--সুনন্দ মন্ডল
সভ্যতার এ-গলি থেকে সে-গলি
রাতের অন্ধকারে জন্ম নেয় কামনার চিড়ে।
জনমানবের আর্ততা কিংবা কান্নার পলি
মিলিয়ে যায় পণ্যতার সমাজে।
সমকামনা তথা সমকামিতা সেতো
ভালোবাসার ফসল।
কে কার প্রিয়, কার কাকে ভালো লাগে?
বলবে কে? এই সমাজ!
নদীর স্রোতে বয়ে যায় সব আবর্জনা
ভাবতে শেখায় পবিত্র সে জল।
উভলিঙ্গের কামনার তীব্রতায়
ধরা পড়ে এক বাস্তব কঠোর প্রেম।
সম কিংবা অসম লিঙ্গের টান
জন্ম দেয় শুধুই পবিত্রতা
ভালোবাসায় অপার বিশ্বটাও
জন্ম দিক নিঃশর্ত মানব জীবন।
---------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন