এক্সক্লুসিভ অংশুমান
♦★♦ নিজেকে রেট করার মতো জায়গায় আমি এখনও পৌঁছাইনি না কবিতার জগতে না মানুষ হিসেবে ওই ২-৩ বেশি নিজেকে দোওয়া যাবে না♦★♦
--------♦--------♦------♦-----------
কবি শ্রী অংশুমান করের সাক্ষাৎকার নিলো জলফড়িং-র টিম তাঁর কাজের চাপেও তিঁনি আমাদের টাইম দিলেন আর দূরত্বের জন্য ফোনেই সাক্ষাৎকার নেওয়া হলো রাত দশটার পর আমরা কৃতজ্ঞ তাঁর কাছে।
♥নমস্কার জলফড়িং ওয়েব ম্যাগের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই।
♥অংশুমান:- তোমাদেরও শুভেচ্ছা।
১.)সমসাময়িক সময়ে অংশুমান কর সাহিত্যের আকাশে একটা উজ্বল নাম এই যে অংশুমান কর থেকে কবি অংশুমান কর হয়ে উঠা এই ব্যাপারটার আপনার উপলব্ধি কেমন?
উ:-উপলব্ধি কী বলবো বলো, আমি এসব ভাবিনা শুধু এটুকুই বুঝি কবিতা না লিখে আমার কোনো উপায় নেই এই বিশ্বাসটাই হয়ে গেছে আমার জীবনে। আর পাঠকের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই।
২.) আমরা জানি আপনি 'সুনীল গঙ্গোপাধ্যায়ের' পত্রিকা "কৃত্তিবাস"-র সহ সম্পাদক সময় টা যদি একটু বলেন?
উ:-আসলে কাজটাকে এগিয়ে নিয়ে যেতেই আসা ওই ২০১৪ থেকে আমি আর শ্রীজাত মিলে সহ সম্পাদকের কাজ করি।
৩.)কত বছর বয়স থেকে লেখালেখির শুরু?
উ:- এটা বলা খুব মুশকিল,অনেক ছোটো থেকেই লিখছি।
৪.) আপনার প্রথম লেখার নাম মনে আছে?
উ:- নানা একদমই মনে নেই,সেই লেখা কোথায় হারিয়ে গেছে নেইও আমার কাছে।
৫.)আপনার নতুন পদক্ষেপ?
উ:- বর্ষার সময় আমার একটা নতুন বই বেরবে দেখা যাক কী হয়।
৬.)কৃত্তিবাস নতুনদের সুযোগ দেয়?
উ:- খুব বেশি করে সুযোগ দেয়, তরুণদের জন্য কৃত্তিবাসের দরজা সবসময় ওপেন আমরা সবসময় চাই তরুণরা তাদের শ্রেষ্ঠ লেখাটা কৃত্তিবাসে দিখ।
৭.)শুধু লেখা কী পেট ভরাবে আপনার কী মনে হয়?
উ:- সেটা depend করে, সবার ক্ষেত্রে তো নয় কারোর ক্ষেত্রে লেখাই অন্ন সংস্থানের উপায়। তবে যদি কেউ এমনটা মনে করে শুধু কবিতা লিখে উপার্জন করবো তাহলে সেটা পশ্চিমবঙ্গের মাটিতে অসম্ভব।
৮.) আপনার পাওয়া প্রথম পুরস্কার এবং কীসের জন্য পেয়েছিলেন? সেই সময়ের অনুভূতি? আপনার লেখা বই-র নাম গুলি যদি বলেন?
উ:- প্রথম পুরস্কার কবিতা পাক্ষিক আমার প্রকাশিত কাব্য গ্রন্থ "খেলনা পিস্তল" এর জন্য পেয়েছিলাম। এক ফর্মার বই ভাবিনি এর জন্য পুরস্কার পাবো তবে যখন পেলাম সত্যিই খুব উৎসাহিত হয়েছিলাম।
লেখা বই~ 'পিগমিরা লিখছে' ; 'একজন বিষণ্ণ মানুষ কী কী করে' ; 'স্ব নির্বাচিত অংশুমান' ইত্যাদি।
৯.) আজকের দিনে দাঁড়িয়ে আপনার কী মনে হয় পাবলিশার্স আপনার বাড়ী এসে লেখা নিয়ে যাবে?
উ:- এটা নির্ভর করে কে কত বছর লিখছে, তার পাঠক সংখ্যা কেমন এই সব কিছুর ওপরে। আবার এমনও দেখছি খুব নতুনদের লেখা নিয়ে বিভিন্ন প্রকাশনা সংস্থা স্বযত্নে সম্পূর্ণ নিজেস্ব ব্যয়ভারে বই ছাপছে।
১০.) সমাজের প্রতি অংশুমান করে'র বার্তা?
উ:- পরস্পরকে আরও বেশি শ্রদ্ধা করতে পারলে সমাজটা আরও সুন্দর হয়, কী বলেন?
১১.) নতুন যারা লিখছে তাদের প্রতি উপদেশ?
উ:-আমি উপদেশ দেওয়ার মতো জায়গায় পৌঁছাতে পারিনি আর মনেও করিনা কবিতা লেখার ক্ষেত্রে উপদেশ দেওয়া ভালো কাজ,নিজের আনন্দে সবাই লিখুক।
১২.) আপনি লিটিল ম্যাগাজিনকে সাপোর্ট করেন?
উ:- আমি লিটল ম্যাগাজিনের কর্মী তাই নিশ্চয় সাপোর্ট করি।
১৩.) আপনাকে ফেসবুকে দেখিনা খুব একটা।
উ:-কাজের চাপ থাকায় ফেসবুকে টাইমে দিতে পারিনা খুব একটা।
১৪.) আজকের দিনে ওয়েব ম্যাগ অসাধারণ সাড়া ফেলেছে বা ফেলছে কী বলবেন?
উ:-ওয়েব ম্যাগকে সাপোর্ট করি তবে ভালো লেখা প্রকাশ করা ও পাঠক পাওয়ার ক্ষেত্রে আমার মনে হয়না সবকটা ওয়েব ম্যাগাজিন একই জায়গায় আছে।
তবে একদিন ওয়েব ম্যাগাজিন শুধু বিকল্প নয় লেখালেখির অনিবার্য মাধ্যম হিসেবে প্রকাশ পাবে।
♥♥♥♥♥♥♥♥♥♥♥
| অংশুমানের ভালোলাগা |
♥♥♥♥♥♥♥♥♥♥♥
♦. প্রিয় রঙ:- সাদা রঙের প্রতি আকর্ষন আছে
♦. প্রিয় পোশাক:- সেটা depend করে Occasion-র ওপর
♦.প্রিয় ঋতু:- দুটো। বসন্ত আর বর্ষা
♦.প্রিয় খাবার :- বিরিয়ানি
♦.প্রিয় কবি:- এটা বলা সম্ভব না। অনেকজন আছেন।
♦. প্রিয় কবি সমসাময়িক :-এই ভাবে একটা নাম বলা উচিত না। অনেকের লেখাই আমার ভালোলাগে।
♦.একাধিকবার পড়েছেন এমন কবিতা:- আমার লেখা "টেলিভিশন" কবিতাটি।
♦.আপনার চোখে বিশ্বকবি:- ক্রমশ আমার জীবন হয়ে যাচ্ছেন।
♦. ছুটির দিন গুলো কীভাবে কাটান:- ছুটির দিন বলে কিছু আছে বুঝতে পারিনা আর যদি পাই ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করি।
👀👀👀
♥★♥ কবিতার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হয় ইচ্ছে করলেই লিখলাম এরকম ভাবে পারিনা তাই অপেক্ষা করতেই চাই আমি♥★♥
আমার পথপ্রদর্শক আর একজন ভালো মানুষ ..কবিতা মানে এক কাপ চা আর অংশু কর
উত্তরমুছুন