ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ১ এপ্রিল, ২০১৮

২)সমপ্রেমী-তা-র কথা
          ----কৌশিক মুখার্জী


জিনস পরা আমি ছেরে দিতে পারি-

পাছে তুমি বল, অন্য নাড়ী,-

ছোটো চুল, সাদা মাটা ভাব-

পুরুষালি হৃদয়, নারীত্বের আভাব।

সবকিছু।।

আমার মুখের উপর জমে থাকা আলকাতরা-

আমি ছড়াতে দেবনা, এ কলঙ্করা-

সুধু আমার,

এরা আমার মনে প্রাণে লালিত পালিত হোক,

বৃষ্টি কে খুব ভাল লাগে,-

আমিও বৃষ্টির খুব পছন্দের,

কিন্তু বাদল বলে ওই ছেলেটির-

ঘন ধোঁয়াশা আমাকে অন্ধ হতে বাধ্য করেছে,

ভয় হয়, সে যদি বর্ষা হয়ে নেমে আসে,-

অকাল বর্ষণে সে যদি বানভাসি করে ছারে-

আমার একান্ত স্বজনদের কে।

আবার মনে হয়-

নিজেকে মেলে দেব সে বানের জলে,

বইতে বইতে, ভিজতে ভিজতে-

যখন মুখে জমানো কালিমারা ধুয়ে মুছে সাফ-

তখন এ প্রকৃতি দেখবে আমার নব রূপ।

মুগ্ধ এ রূপে আকাশ, বাতাস, নক্ষত্র, এ আকাশগঙ্গা-

করবে বরণের আয়োজন।


আমি তখন-?

সৌররসে দীপ্ত জল-বাষ্পের সাথে মিলিয়ে যাব-

দূর আকাশে, ভাললাগার বৃষ্টির কাছে।।
         ---------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন