ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ১ এপ্রিল, ২০১৮

                    ফেক একাউণ্ট

                   - সুদীপ্ত দেবনাথ 


ঘড়ির ছোট কাঁটাটি তখন বারোর ঘরে ৷ হালকা হাওয়া বইছে ৷ আকাশে কোনো তারা নেই ৷ শুধু আছে একটা এঁটো চাঁদ ৷ সায়ক তখন ছাদের রেলিং এ বসে কানে হেডফোন দিয়ে তারা গুনছে ৷

হেডফোনে বাজছে "চাঁদ কেন আসে না আমার ঘরে..." ৷


হঠাত সায়কের ফোনে নোটিফিকেশন ৷

আশ্চর্য হল সায়ক ৷ এত রাতে আবার কে কি পাঠাচ্ছে ?

ফোনটি হাতে তুলে নিতেই চোখে পরল 'সায়নী রয়' এর ফ্রেন্ড রিকুয়েস্ট ৷

ও ! কি খুশি সায়কের ! লাফিয়ে উঠে দাঁড়াল সে৷

সঙ্গে সঙ্গে ফেসবুকের সেই ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করে একটি 'হাই' মেসেজ পাঠিয়ে দিল৷

আর ঠিক তার পরের মুহুর্তেই সায়নীর প্রতিত্তর চলে এল ৷

শুরু হল তাদের কথপকথন ৷

এদিকে ঘড়ির কাঁটা কখন যে বারোর ঘর ছেড়ে দু'এর ঘরে চলে এসেছে , তা খেয়ালই করে নি সায়ক ৷

কথা চলতে চলতে সায়ক হঠাতই ভালোবাসার সেই তিনটে শব্দ পাঠিয়ে দিল সায়নীর মেসেজ ইনবক্সে ৷


তারপর মিনিট তিনেক কারোর কোনো মেসেজ নেই ৷ হাওয়াও আর বইছে না ৷ টুকরো চাঁদটা মেঘে ঢেকে গেল ৷ গুমট গরম লাগতে লাগল সায়কের ৷


তারপর সায়নীর আবার মেসেজ এল

"আই লাভ ইউ টু " ৷

সায়ক আনন্দে লাফিয়ে উঠল ৷


এদিকে নিচের ঘরে ঘুমিয়ে থাকা তার মা  সায়কের ঘুমন্ত বাবাকে ডেকে বলল  "এই শুনছ, ছাদে বোধ হয় চোর উঠেছে ৷"

ঘুমন্ত সায়কের বাবা এপাশ থেকে ওপাশে ফিরে বলল "ও সব মন চুরি গো ৷ করতে দাও৷"

তার মা আবারও বলে উঠল "কি লোক বাবা ! বাড়িতে চোর ঢুকেছে , আর উনি ঘুমোচ্ছেন !"


তারপর সায়ক আবার সায়নীকে মেসেজ করল "আই লাভ ইউ থ্রি" ৷ সায়নী উত্তর দিল "আই লাভ ইউ ফোর" ৷

এসময় আবার সায়কের কোনো এক বন্ধু সায়ককে ফোন করেছে ৷

ফোনটি রিসিভ করেই সায়ক বলল "কিরে বিসি ? এত রাতে ফোন ?"


তার বন্ধু উত্তর দিল "আর বলিস না ভাই ৷ রাতে ঘুম আসছে না যে ৷ কোলবালিসে কি মন ভরে !"


"মন বলিস না শালা ৷ বল শরীর , শরীর ভরে না৷"


"হ্যাঁ ভাই, সেটাই ৷ তো একটা জিএফ জোগার করে দে ৷"


সায়ক জানাল "ও ভাল কথা ; আমার একটা নতুন মাল জুটেছে ৷"


"কে ভাই কে ? কে ? প্রোপোজ করেছিস ?"


"হ্যাঁ, হ্যাঁ ; আবার রিপ্লাইও দিয়ে দিয়েছে ৷"


"বলিস কি ! নাম কী তার ?"


"সায়নী ৷"


"সন্ধ্যেই দেখা হল তোর সাথে ৷ তখন তো কিছু বললি না ?"


"আরে এখনই তো সব হল ৷"


"কোথায় ?"


"ফেসবুকে ৷"


"হুস ! তাই বল ৷ ওসব অনেক দেখা ৷"


"কী দেখা ?"


"মেয়েটাকে একটা ভিডিও কল কর, তাহলে উত্তরটা পেয়ে যাবি ৷"


বন্ধুর কথা মতো সায়ক - সায়নীকে ভিডিও কল করল ৷ কলটি রিসিভ হল ৷

অপর প্রান্তে শুধুই অন্ধকার, দেখতে পেল সায়ক ৷

- "একটু আলোতে এসো সায়নী ৷"


ঘরের আলোটি জ্বলে উঠল ৷ সায়ক দেখল বিপরীতে একটি ছেলেকে দাড়িয়ে থাকতে ৷ সায়ক অবাক ৷ সে ছেলেটিকে বলল "সায়নী নেই ?"

তবুও চুপ করে দাড়িয়ে ছেলেটি ৷

সায়ক আবারও জিজ্ঞাসা করল - "আপনি কি সায়নীর দাদা ? আমি সায়নীর বন্ধু ৷ সায়নীকে একটু ডেকে দেবেন প্লিজ ৷"


ছেলেটি উত্তর দিল "তুমি যাকে দেখছ , সেই-ই সায়নী ৷"


হঠাত এমন সময় আকাশের মেঘ গর্জন করে উঠল ৷


ছেলেটি আবারও বলল "আমার আসল নাম সায়ন ৷ মজা করছি না ৷ আই অ্যাম সিরিয়াস ৷ আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি ৷ ডু ইউ লাভ মি ?"



                          -----------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন