রঙ বদল
স্বপ্ন কে সত্যি বলে মানছি দেখো,
রাজধানী মিথ্যে নামের শব্দ বোনে,
ইভিএমে জনগণের আঙুল গুনে,
রক্তের লাল মিশেছে ধর্মপ্রাণে
আজকাল গেরুয়া সবুজও মিশতে জানে,
গনতন্ত্রে ভোটের মত সত্যি কোথায়,
মানবিকতা পুড়ছে দেখো ধর্মস্থানে,
সাধারণ মানুষের এখন দাফন সাজায়,
শহরের রঙ বদলের রাজনীতিতে,
ফুটপাতে এখন আমি ভিখিরি সাজাই,
বস্তিগুলো পুড়ছে দেখো আগুন আঁচে,
আমরা এখন ভোটের থালায় আতর মাখাই ।।
_______ সুরজিৎ রায় (সুরজিৎ বাগ)
স্বপ্ন কে সত্যি বলে মানছি দেখো,
রাজধানী মিথ্যে নামের শব্দ বোনে,
ইভিএমে জনগণের আঙুল গুনে,
রক্তের লাল মিশেছে ধর্মপ্রাণে
আজকাল গেরুয়া সবুজও মিশতে জানে,
গনতন্ত্রে ভোটের মত সত্যি কোথায়,
মানবিকতা পুড়ছে দেখো ধর্মস্থানে,
সাধারণ মানুষের এখন দাফন সাজায়,
শহরের রঙ বদলের রাজনীতিতে,
ফুটপাতে এখন আমি ভিখিরি সাজাই,
বস্তিগুলো পুড়ছে দেখো আগুন আঁচে,
আমরা এখন ভোটের থালায় আতর মাখাই ।।
_______ সুরজিৎ রায় (সুরজিৎ বাগ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন