বিষাক্ত জীবন
#### তোর্ষা
ব্যাস্ততার শহরে আমি কোণঠাসা,
না হয় স্তূপের মধ্যে জমিয়ে রাখা মিউনিসিপালিটিরর জঞ্জাল ।
চারিদিকে সভ্যতার উঁকিঝুঁকি,
স্বপ্নের ফেরিওয়ালারা মর্মভেদী হাঁক ডাকে,
সবাই ব্যাস্ত অর্হনিশি ঘোলা আকাশের নীচে,
দু'দন্ড শান্তির অম্বেষন কেন পাবো না বলতে পারো?
অপাংক্তেয় এই অভিশপ্ত জীবনের দরদাম,
করি নি তো কোনো কালে, নিত্য যতিচ্ছেদে বেড়ে ওঠা দূরন্ত শৈশবের অকাল মৃত্যু ।।
আক্ষেপ,অভিমান,দুঃখ কোনোটিই নেই কারোর প্রতি।
একে একে আমার স্বপ্ন গুলো দুমরে-মুচরে ভেঙ্গে চুরমার,
শুধু ক্লান্তি অবসাদ বিচ্ছুরিত যত রঙ্গিন ভাবনা গুলো,
এ সবের কি হবে বলতে পারো?
আমি তো চায় না, এ সব এলোমেলো -অগোছালো মৃত্যপ্রায় স্বপ্ন গুলো বয়ে বেড়াতে ।
সভ্যতা! সে তো মধ্যরাতের লালসার নুপুর
কিংবা
শকুনের আঁচড়ে ক্ষতবিক্ষত শতচ্ছিন্ন বসনের ফাঁক দিয়ে,
উঁকি দেওয়া যৌবনের লোলুভ নির্মোহ আগ্রাসনে,
আমি কেন বয়ে বেড়াবো এসবের দায় নিতে?
আমি শুধু বিধাতার নামের পক্ষপাত দুষ্ট, এ সব নিত্যকার সাক্ষী !!
আমি বুঝি বিছানায় শুয়ে শুয়ে স্যালাইনের খোঁচা খাওয়ার যান্ত্রনা!
এক-দুই করে আমাকে ব্যঙ্গ করে নিত্যদিন ।
বাক্সে রাখা এন্টিবায়োটিকের ঔষুধ গুলো তেতো লাগে না আর,
প্রিয়তমের অপেক্ষায় দিন ফুরিয়ে গেলো বলে,
রঙ্গিন পাতায় দীর্ঘ আবেগ আর লেখা হয় না,
আবর্জনার স্তূপে অপেক্ষা করে থাকা মুক্তির প্রত্যাশায়।।
আমি আর অভিমান করি না , দু'চোখের নোনা জলের জন্য,
মুছতে চেষ্টা করি না, চোখের নীচে কালো দাগ, এমন কী প্রিয়তমের অবজ্ঞা কোনোটিই নাহ্।
আমার ইচ্ছের, আমার ভালোবাসার অকাল মৃত্যু,
মরিচীময় স্বপ্নের কফিনে এখন পেরেক বন্দি ।।
#### তোর্ষা 😊
#### তোর্ষা
ব্যাস্ততার শহরে আমি কোণঠাসা,
না হয় স্তূপের মধ্যে জমিয়ে রাখা মিউনিসিপালিটিরর জঞ্জাল ।
চারিদিকে সভ্যতার উঁকিঝুঁকি,
স্বপ্নের ফেরিওয়ালারা মর্মভেদী হাঁক ডাকে,
সবাই ব্যাস্ত অর্হনিশি ঘোলা আকাশের নীচে,
দু'দন্ড শান্তির অম্বেষন কেন পাবো না বলতে পারো?
অপাংক্তেয় এই অভিশপ্ত জীবনের দরদাম,
করি নি তো কোনো কালে, নিত্য যতিচ্ছেদে বেড়ে ওঠা দূরন্ত শৈশবের অকাল মৃত্যু ।।
আক্ষেপ,অভিমান,দুঃখ কোনোটিই নেই কারোর প্রতি।
একে একে আমার স্বপ্ন গুলো দুমরে-মুচরে ভেঙ্গে চুরমার,
শুধু ক্লান্তি অবসাদ বিচ্ছুরিত যত রঙ্গিন ভাবনা গুলো,
এ সবের কি হবে বলতে পারো?
আমি তো চায় না, এ সব এলোমেলো -অগোছালো মৃত্যপ্রায় স্বপ্ন গুলো বয়ে বেড়াতে ।
সভ্যতা! সে তো মধ্যরাতের লালসার নুপুর
কিংবা
শকুনের আঁচড়ে ক্ষতবিক্ষত শতচ্ছিন্ন বসনের ফাঁক দিয়ে,
উঁকি দেওয়া যৌবনের লোলুভ নির্মোহ আগ্রাসনে,
আমি কেন বয়ে বেড়াবো এসবের দায় নিতে?
আমি শুধু বিধাতার নামের পক্ষপাত দুষ্ট, এ সব নিত্যকার সাক্ষী !!
আমি বুঝি বিছানায় শুয়ে শুয়ে স্যালাইনের খোঁচা খাওয়ার যান্ত্রনা!
এক-দুই করে আমাকে ব্যঙ্গ করে নিত্যদিন ।
বাক্সে রাখা এন্টিবায়োটিকের ঔষুধ গুলো তেতো লাগে না আর,
প্রিয়তমের অপেক্ষায় দিন ফুরিয়ে গেলো বলে,
রঙ্গিন পাতায় দীর্ঘ আবেগ আর লেখা হয় না,
আবর্জনার স্তূপে অপেক্ষা করে থাকা মুক্তির প্রত্যাশায়।।
আমি আর অভিমান করি না , দু'চোখের নোনা জলের জন্য,
মুছতে চেষ্টা করি না, চোখের নীচে কালো দাগ, এমন কী প্রিয়তমের অবজ্ঞা কোনোটিই নাহ্।
আমার ইচ্ছের, আমার ভালোবাসার অকাল মৃত্যু,
মরিচীময় স্বপ্নের কফিনে এখন পেরেক বন্দি ।।
#### তোর্ষা 😊
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন