ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

#আমার_শহর_শান্তিপুর

তুমি আসবে বলে শান্তিপুরের, ভূমিতে মিশে শ্রী চৈতন্য,
তুমি আসবে বলে বনেদিআনা ভাঙেনি, গোস্বামী দের জন্য।

তুমি আসবে বলে লক্ষ্মীকান্তের বৃহত্তর কলেজ ভূমি দান,
তুমি আসবে বলে কবি করুণানিধানের অক্ষত মান-সম্মান।

তুমি আসবে বলে নেতাজী সুভাষ ডাকঘরে অপেক্ষাতে,
তুমি আসবে বলে আমার শহর, শ্রেষ্ঠ রাস উৎসবে মাতে।

তুমি আসবে বলে আমার শহরে স্থাপিত হয়েছে রাজ্যের দ্বিতীয় পৌরসভা,
তুমি আসবে বলে স্বকৃত পেয়েছে তাঁতি দের নিপুণ  প্রতিভা।

তুমি আসবে বলে আমার শহর, ধর্মে, মিলিয়ে চলে কাঁধ,
তুমি আসবে বলে অক্ষত সেই টেরাকোটার শ্যামচাঁদ।

তুমি আসবে বলে গঙ্গা পার করেছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ,
তুমি আসবে বলে পাবলিক লাইব্রেরী'টা সেজেও অনাথ।

তুমি আসবে বলে স্টেডিয়াম'টা আজ পেয়েছে অনুমোদন,
তুমি আসবে বলে স্থগিত আছে, কালনা ব্রিজের বোধন।

তুমি আসবে বলে কৃতি পেয়েছে রিয়া পাল, সীমা বসাক,
তুমি আসবে বলে পদ্মভূষণ ছিনিয়েছে, ফুলিয়ার বীরেন বসাক।

তুমি আসবে বলে নকশালবাদ আর মাথা মাথাচাড়া দেয়নি,
তুমি আসবে বলে বাবলা আজও সাহেব দের কাছে বিক্রি হয়নি।

তুমি আসবে বলে বৌ বাজারের বউ টা কে জানতে পারিনি,
তুমি আসবে বলে বিজয়কৃষ্ণ গোস্বামী সচক্ষে ধরা দেয়নি।

তুমি আসবে বলে খ্যাতি পেয়েছে অ্যামেচার, সবুজ সংঘ,
তুমি আসবে বলে কবি কিত্তিবাস শান্তিপুরের অঙ্গ।

তুমি আসবে বলে মুখ দেখেনি, আগমেশ্বরী মহিষখাগী,
তুমি আসবে বলে গঙ্গার স্রোত, এখনো ভীষণ রাগী।

তুমি আসবে বলে উন্নয়ন হবে, বলছে রাজনীতিবিদ,
তুমি আসবে বলে জাতপাত ভেঙে সাজবে খুশির ঈদ।

তুমি আসবে বলে গুরুমা আজও শরৎ কুমারীর জননী,
তুমি আসবে বলে জানুয়ারি তে ফুটবে পুষ্প প্রদর্শনী।

তুমি আসবে বলে গান্ধী ঘাটের বটগাছ টা জলে তলিয়ে যায়নি,
তুমি আসবে বলে রেজিস্ট্রি অফিসটা এ শহরে জায়গা পাইনি।

তুমি আসবে বলে ভেঙেও ভাঙেনি, বনিক দের হাতি শালা,
তুমি আসবে বলে ট্রয় ট্রেন ফেরেনি, পড়েছে কারশেডে তালা,

তুমি আসবে বলে শান্তিপুরের বিক্ষাত তাঁত শাড়ী।
তুমি আসবে বলে আমার শহরে অসৎ এর মহামারি।

তুমি আসবে বলে সন্ধ্যা আকাশে কৃষ্ণ নাম শোনো,
তুমি আসবে বলে ঘটি বাঙালের দ্বন্দ্ব বাঁধেনি এখনো,।

তুমি আসবে বলে বঙ্গ হাটে ব্যাবসাহী দের সমাগম,
তুমি আসবে বলে গীতা প্যালেস টা পরিচ্ছন্ন, ব্যাবহার হয়েছে কম।

তুমি আসবে বলে মশাল বন্ধ, যুক্তি দিয়েছে সায়েন্স ক্লাব,
তুমি আসবে বলে ফুটপাতে ত্রিফলা লাগিয়ে, হয়নি কোনো লাভ।

তুমি ফিরবে বলে তোমার প্রতীক্ষায় প্রত্যেকটা দিন পার হোক,
তুমি আসবে বলে তোমায় জন্য আমি অপেক্ষার অভিভাবক।

                    কলমে-- সুপ্রিয় কর।👏

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন