নিষিদ্ধ প্রেম ।
অরূপ সরকার ।
তোমায় হৃদয় দিয়ে ছুঁতে চেয়েছি
শরীর দিয়ে নয় ।
প্রশ্ন টা তো এখানেই; শুধু ভালোবাসলে কী ভালোবাসা পাওয়া যায় ?
চেয়েছিলাম তো মন গহীনে প্রবেশ করতে।
পারিনি আমি সেটা করতে।
হযতো আমার যোগ্যতা নেই ,
তোমার গহীনে প্রবেশ করার ।
চেয়েছিলাম তো দুটি সত্তা মিশিয়ে দিতে।
পারিনি তোমার সাথে নিজেকে মেলাতে,
আজ বুঝতে পারছি শর্তহীন ভালোবাসার ও শর্ত থাকে।
কী করব বল নিজেকে বাঁধতে পারিনি কোনো শর্তের বাধনে।
নিজের মতই গুছিয়ে নিযেছি নিজের মতন করে।
অঙ্কন ব্রততী রায় ।
অঙ্কন
অরূপ সরকার ।
তোমায় হৃদয় দিয়ে ছুঁতে চেয়েছি
শরীর দিয়ে নয় ।
প্রশ্ন টা তো এখানেই; শুধু ভালোবাসলে কী ভালোবাসা পাওয়া যায় ?
চেয়েছিলাম তো মন গহীনে প্রবেশ করতে।
পারিনি আমি সেটা করতে।
হযতো আমার যোগ্যতা নেই ,
তোমার গহীনে প্রবেশ করার ।
চেয়েছিলাম তো দুটি সত্তা মিশিয়ে দিতে।
পারিনি তোমার সাথে নিজেকে মেলাতে,
আজ বুঝতে পারছি শর্তহীন ভালোবাসার ও শর্ত থাকে।
কী করব বল নিজেকে বাঁধতে পারিনি কোনো শর্তের বাধনে।
নিজের মতই গুছিয়ে নিযেছি নিজের মতন করে।
অঙ্কন ব্রততী রায় ।
অঙ্কন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন