ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

লক্ষীটি।
অরূপ সরকার ।

যদি জানতাম কাছে থেকেও এত দুরত্ব বাড়বে;
তবে  কাছে আসতাম না, অচেনার মতই রইতাম।
যদি জানতাম  তোমার এতটা বিরক্তির কারণ হব;
তবে না হয় ভালবাসতাম না সবার তো সবটা হয়না
আমার ও যা হয়না তা  হয়না,
জানো প্রতিটি রাতেই তুমি নিয়মিত আসো আমার রাতের দখল নিতে,
দুটি পথ তো কবেই চলে গেছে দুদিকে।
তুমি হয়ত হারিয়ে গেছ ওই ব্যাস্ত শহরে  লোক বাস  ও ট্রামের ভীড়ে,
আমিও হারাবো কোনো এক ঝড়ো দুপুরে ।
তুমি হারিয়ে গিয়েও হারাও না কেন?
আমিও আর তোমার মাঝে নির্লিপ্ত আশ্রয় খুজিনা।
যে পথে একদিন সমান্তরালে হেটেছে আজ তারা অচেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন