ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ৪ মে, ২০১৮

শহুরে জোনাকি

এই শহর রোজ ডাকে আমায় ,
আঁধার রাতে আমি জোৎস্না নিয়ে খেলি,
চাঁদ কে আমি আনি মেঘের এপারে ,
কবিতা গুলি প্রেমিকার নামেই তো লিখি ,
প্রেমিকা প্রেমিক নামের গোলকধাঁধায়,
আজকাল প্রেমিক নামের সত্যি খোঁজে,
প্রেমের নাম টি এখন সস্তা জেনেও
দিনের শেষে আতর মাখাই চিঠির ভাঁজে,
প্রেমে অভিমান তো তোমার স্বভাব,
আমি তো দিই নি জবাব প্রেমিক ভেবে,
তাও তো আমি ,
প্রেমের নামেই শব্দ সাজি,
আজও আমি কবিতার চুম্বনে বেঁচে আছি,
বারান্দায় দাঁড়াই আমি আজও,
আমাকে ছিঁড়ে খেলো আজ যত জোনাকি ।।

              _____________ সুরজিৎ রায় (সুরজিৎ বাগ )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন