ফেরা
দীপশিখা চক্রবর্তী
একলা পথে সন্ধে নামে এই শহরে,
মন ভেঙেছ ইচ্ছেমতো, চাইনি সুযোগ,
শব্দ এখন লিখছি কেমন ব্যর্থ ঘরে!
নাম দিয়েছ ভালোবাসা, মিথ্যে গুজব।
ফেরার তেমন ইচ্ছে তো নেই, ভুলের দায়ে,
আগন্তুকের সাজ সেজেছ, বলতে মানা?
একলা ভাবি, ও চোখে সব মিথ্যে ছিলো?
এতই বোকা, বুঝতে দেরী, ভুল ঠিকানা!
জানতে যদি কথারা সব ফুরিয়ে যাবে,
উল্টোদিকের পথটা ছিলো খুবই চেনা,
একলা তো বেশ ভালোই ছিলাম, রঙমশালে,
ধরলে যে হাত ছাড়তে কেন, সব অজানা।
তোমার জন্য কাব্য লেখা, জমিয়ে রেখো,
কষ্টগুলো জ্বালিয়ে দেবো আগুন খুঁজে,
আর কিছু না, দূরেই ভালো, থমকে যাওয়া,
আবেগগুলো ঝাপসা দেখায় তফাৎ বুঝে।
চাই না এখন তুমিও বোঝো একলা হওয়া,
ঝড়ের পরে হাঁফিয়ে ওঠো আঁধার-দিনে,
চুপ করেছি, হার মেনেছি, আড়াল এত,
ভালোবাসার ভয় এঁকেছি তোমায় চিনে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন