নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

কবিতা: বৃষ্টি দিনের মতো


 

বৃষ্টি দিনের মতো

অনুব্রতা গুপ্ত



আজ তেমন কোনো দিন? 

যে-সব কথা বুকের মাঝে 

নিতান্ত চিনচিন।


হঠাৎ দূরে গেলে

যাদের হারিয়ে গ্যালো দুল 

দু-এক কলি শূন্য দিনে

সম্মিলিত ভুল।

আমরা সবাই জানি।


জানতে জানতে, বুঝতে বুঝতে 

সকালবেলা থেকে, নিজের মনে 

দু-আঙ্গুলে জড়িয়ে ধরি যাকে, সে শুকনো পাতা যত।

স্নান সেরে সে জল মুছেছে, বৃষ্টিদিনের মতো। 


মতান্তরে, ঘুমের ঘোরে, হারিয়ে ফেলি তাদের

ছোট্টদিনে, একরত্তি, খেলতে যেতো মাঠে।


বলত এসে, মন ভালো আজ। 

মন ভালো নেই। 

মনের কত কথা ...

আকুল হয়ে শুনত তারা চোখের নীরবতা। 


যেন হাওয়ায় মিলিয়ে গ্যালো। 

এখন আমার ভুল হয় না। হয় না কক্ষণো। 


আমি এমনি বড়, এমনি সুদূর। 

দূরের থেকেও দূরে।

দুর্বিনীত দু'জন মানুষ, ভেতর ভেতর লড়ে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন