এক যৌগিক উপকরণ
চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়
একটা কোকিল ডাকা বসন্ত বিকেল হারিয়ে গেল তোমার ভাবনায়।
গাঙ্গুরের জলে ক্ষয়ে ক্ষয়ে আসা সূর্যের আলো
আমার কাছে এগিয়ে আসার প্রতিবন্ধকতা নিয়ে,
দেখে আমার অসহায়ত্ব।
আমিও দেখি তার...
তোমার বুকের গভীরের ভালোবাসার আগুন
ধীরে ধীরে ফিরে যায় ডুবে যাওয়া সূর্যের কাছে।
আমি ফিরি ফেলে আসা দুরাশার কাছে।
মোহ ভঙ্গ হয়
দেখি দাড়িয়ে আছি একা আমি।
তখনও কোকিল একা ডেকে চলেছে
কোথায় ... কোথায় তুমি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন