আমার পুজো, তোমার পুজো
পাপিয়া মণ্ডল
শরৎ মানে কাশের দোলা, শিউলি ফোটা ভোর
শরৎ মানে মেঘের পালক, ভাসে আকাশ ভর।
শরৎ মানে পদ্ম শালুক, টইটম্বুর জলে
শরৎ মানে মাঠে মাঠে ফসল থাকে ফলে।
শরৎ যেন ডাকে কাছে, যেখানে যে থাকে,
মাটির টানে, মনের টানে ফেরায় সবাইকে।
বছর পরে ঘরে ফেরার আনন্দেতে মন
হাজার বাতির রোশনাইতে আলোকিত সারাক্ষণ।
শরৎ মানেই উড়ু উড়ু মন, ছুটির দিন গোনা
পুজোর আগে সবাই মিলে জামাকাপড় কেনা।
চারিদিকে সবাই শুধু অপেক্ষাতে থাকে
ঢ্যাংকুড়াকুড় বোলের কাঠি পড়বে কবে ঢাকে?
নিমেষ পরেই এসে যায় দিন, মায়ের বোধনের
স্বর্গ যেন নামে ধরায়, সঙ্গে সঙ্গে মায়ের।
চারটে দিন কেমন করে হয়ে যায় যে পার,
খুশির আমেজ বদলে হঠাৎই, মন হয়ে যায় ভার।
বিদায় লগ্নে সবার মনেই ব্যথা জেগে ওঠে
'আসছে বছর আবার হবে' সান্ত্বনা দেয় মনকে।
আমার পুজো, তোমার পুজো,অপেক্ষাতে মন
মা যাবে বিসর্জন, আবার আসবে মা কখন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন