নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

কবিতা: পৌলমী গুহ

 আশ্চর্য কুকুরেরা

পৌলমী গুহ




আশ্চর্য কুকুরেরা ভাবে


তারাই দেশ চালাচ্ছে।


অনাহূত ছুটে যায় শুধু


দৃশ্যমান ও অদৃশ্য শত্রুর দিকে


সামান্য উচ্ছিষ্টভোগী হয়েও


লড়ে চলে ক্ষমতার লড়াই।



আমি আশ্চর্য কুকুরদের দেখি


কেউ কেউ তাদের ঘৃণা করেন,


কেউ ডেকে শ্রেষ্ঠত্ব জাহির করেন


আবার, কেউ মকশো করেন


চার হাত-পায়ে চলার,


ধীরে ধীরে বুঝি আমার মুখটা


আশ্চর্য কুকুরদের মতো হচ্ছে



আমিও একদিন শিরদাঁড়া ঝুঁকিয়ে


ছুটে যাব অদৃশ্য শত্রুর দিকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন