নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

কবিতা: জ্বর

 


জ্বর 

মৌমন মিত্র 



জ্বরে পুড়ছে বুঝি গা, ঘুমপাড়ানি নিশীথে 

লাল নোটিফিকেশন, উড়ালপুলে ভিড়, শারদ সংখ্যা

সব মিশে গেল অযত্ন আর নিঝুম ঘুম ঘোরে । 


এই চতুর্থীতেও আমি অসীম দূরত্বে, টের পাও কলমে? 


স্পর্শ কাতর, আকাশ, নদী, জল। যে বিচ্ছেদ —


ও ঠাকুর, কবে ফিরব? ভাবছ, কেন থাকে না ও? 

চিরসময়ের সময়টুকু ! 


এখন ভরাট ঠোঁটে যে প্রত্যাশা, এই দেশ  ভাগ 

তার কি কোনও দাগ হয়? সে তো সোহাগী বিলাসে 

কেবল ছুঁতে চায়, 

তোমার বুকে বোতামফুলের ঢেউগুচ্ছ, শরতের বেহাগ  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন