পুজো
অংশুমান কর
আকাশে ফুটেছে নীলরঙা আলো ফুল।
হাঁসের মতন মেঘের দলটি ভাসে–
সাদা মনটিকে লজ্জায় ফেলে ওই
উঠোনের কোলে সাদা শিউলিরা হাসে।
মাইকে বাজছে চির পরিচিত গান,
বউ চলে যায় চেনা পাল্কিতে–
কারা দোলা নেবে তাই নিয়ে রাগারাগি,
রানি রাসমনি এসেছে কাটতে ফিতে।
বুড়িমার বোমা লুকিয়ে কিনেছে ছেলে,
স্টেটাসে ক্রাশকে লিখেছে গোপন চিঠি–
সে কি দেখবে না, পড়বে না একবারও?
লজ্জায় তার আনত হবে না দিঠি?
এসবই দারুণ, আগের মতোই ভালো
শিশির-স্নিগ্ধ মধুরতা দিয়ে ঘেরা।
তবে সবচেয়ে মিষ্টি দৃশ্য আজও
প্লেনে-বাসে-ট্রেনে বাঙালির ঘরে ফেরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন