🎂দৈনিক প্রতিযোগিতা🎂
🎂বিষয়-"বড়দিন"
🎂কবিতা-"বড়দিনে আজ"
🎂কলমে-রনিতা মল্লিক
🎂🎂🎂🎂🎂🎂💒💒💒💒💒💒
ক্রিসমাস বড়দিনে,
চারিদিক খুশির জোয়ার।
একে একে বাচ্চারা,
পায় নানান উপহার।
গির্জায় গির্জায়,
শুরু হয় প্রভুর প্রার্থনা।
প্রবেশ করে মন,
শান্তির ঠিকানায়।
সজ্জিত হয়েছে গির্জা,
সজ্জিত শহর।
কাটছে সকলে কেক,
আজ নতুন এক প্রহর।
প্রভুর খ্রীষ্টমাস গাছে,
স্যান্তা আছে চেপে।
শিশুরা সব আজ,
সুসজ্জিত সুন্দর পোশাকে।
আজ সকালে অনেক বাচ্ছা,
ভিক্ষা করতে যায়।
আর সেই টাকাতে,
তারাও কেক কিনে খায়।
আপনাকে স্মরণ করার হৃদয়,
ওদের মধ্যে ও রয়।
তারাও আপনাকে স্মরণ করে,
অনেকটা আনন্দ পায়।
মঙ্গল করুন প্রভু ওদের,
খুজে দিন সঠিক জীবন।
আপনার আশীর্বাদে ভরিয়ে দিন,
ওদের ফুলের মত জীবন।
শতকোটি প্রণাম প্রভু,
এভাবেই থাকুন মোদের মনে।
আপনার শান্তির বাণী,
ছড়িয়েছে আজ আমাদের হৃদয়-ও মনে।
🎂বিষয়-"বড়দিন"
🎂কবিতা-"বড়দিনে আজ"
🎂কলমে-রনিতা মল্লিক
🎂🎂🎂🎂🎂🎂💒💒💒💒💒💒
ক্রিসমাস বড়দিনে,
চারিদিক খুশির জোয়ার।
একে একে বাচ্চারা,
পায় নানান উপহার।
গির্জায় গির্জায়,
শুরু হয় প্রভুর প্রার্থনা।
প্রবেশ করে মন,
শান্তির ঠিকানায়।
সজ্জিত হয়েছে গির্জা,
সজ্জিত শহর।
কাটছে সকলে কেক,
আজ নতুন এক প্রহর।
প্রভুর খ্রীষ্টমাস গাছে,
স্যান্তা আছে চেপে।
শিশুরা সব আজ,
সুসজ্জিত সুন্দর পোশাকে।
আজ সকালে অনেক বাচ্ছা,
ভিক্ষা করতে যায়।
আর সেই টাকাতে,
তারাও কেক কিনে খায়।
আপনাকে স্মরণ করার হৃদয়,
ওদের মধ্যে ও রয়।
তারাও আপনাকে স্মরণ করে,
অনেকটা আনন্দ পায়।
মঙ্গল করুন প্রভু ওদের,
খুজে দিন সঠিক জীবন।
আপনার আশীর্বাদে ভরিয়ে দিন,
ওদের ফুলের মত জীবন।
শতকোটি প্রণাম প্রভু,
এভাবেই থাকুন মোদের মনে।
আপনার শান্তির বাণী,
ছড়িয়েছে আজ আমাদের হৃদয়-ও মনে।