" 'অ ' সচেতন "
চঞ্চল ভট্টাচার্য
বালিরাও বলে যায় কানে কানে ডুব দিলে নদীটার কোনো এক প্রান্তে,
জ্বলন্ত যজ্ঞেতে, তোমার থাকার ঘরে লাগবেই তাকে যে অজান্তে।
শিশুটিও হাত পাতে খাবারের জন্যই,জেনে রেখো নেশা নেই তার কোনো অন্য,
মুখটা না ফিরিয়ে চেয়ে দেখ একটুও সেও তো মানুষ, নয়
হিংস্র বন্য।
চঞ্চল ভট্টাচার্য
বালিরাও বলে যায় কানে কানে ডুব দিলে নদীটার কোনো এক প্রান্তে,
জ্বলন্ত যজ্ঞেতে, তোমার থাকার ঘরে লাগবেই তাকে যে অজান্তে।
শিশুটিও হাত পাতে খাবারের জন্যই,জেনে রেখো নেশা নেই তার কোনো অন্য,
মুখটা না ফিরিয়ে চেয়ে দেখ একটুও সেও তো মানুষ, নয়
হিংস্র বন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন