ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

#আসছে_বছর_আমার_হবি
==============সুদীপ্ত সেন

রেলিং-এ দাঁড়িয়ে থাকিস,খাওয়াস ছোলা
সে পাখি আমায় দেখে দিচ্ছে দোলা।

ময়না ভীষণ বকে তোরই মতো
শুধু ওই ঠোঁট ব্যাঁকানো শিখতে হতো।

পাড়াতে তাকিয়ে থাকিস, টিউশনে রোজ
বিকেলে ভাই-র সাথে  ঘুরতে বেরোস।

শব্দ পায়ের পাতার নুপূর বোঝে
তবু হ্যাঁ বলতে নাকচ করেছিল সে।

এবছর একটা লেখারও বিশ্রাম নেই
পেন তো ছুটেই চলে তোর দেখাতেই।

নেই তো ওদের মতো বইপত্তর
নেই তো ঝা-চকচক মোর ঘরদর।

ইদানিং ওই ছেলেটা লম্বা করে
দেখে ও, তুইও দেখিস টাম্পি মেরে।

আচ্ছা দেখেই চালা এ এক বছর
ও বছর বই ছাপাব আমিও নাছোড়।

জানি তোর পছন্দ নয় লেখক, কবি
তবু তুই আসছে বছর আমার হবি!







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন