অপরিহার্য
উজান উপাধ্যায়
এরাত কলকাতার নয়। অন্য শহরে আছি। ভুবনেশ্বর।ওলিয়েন্দ্রা দূরে ঘুমিয়েছে।আমি
গেস্ট হাউসে।ফোন করে সবুজ কন্ঠস্বরে শুভরাত্রি জানিয়ে বলেছে , বাবা ঘুমিয়ে পড়ো।
ঘুমোতে দিল না ব্যালকনি , নির্জন বারান্দা। শহরে প্রচুর আলো , রাত প্রায়
অদৃশ্য হয়ে গেছে। খুব জোর করে নিঃসাড় হতে চেয়ে বারবার প্রার্থনা সঙ্গীতের
নিয়মাবলী ছেড়ে সোজাসাপ্টা পৌঁছে গেছে
নক্ষত্রের কাছে। তাদেরও ঘোর বিপদ। ছুটে আসছে উল্লাসের ব্যাধি , রাত তবুও অচেনা
হওয়ার ভানে কিছুতেই আটকে থাকছেনা।
শহর বদলে গেছে , নারীর ভ্রুক্ষেপ এমনকি বালিশ চাদর , পুরুষের গাম্ভীর্য -এখানে
তাৎক্ষণিক সব ওলোটপালট।
শুধুমাত্র জেগে থাকা কবি , ভেঙে ফেলছে একভাবে ঈশ্বরীর গোপন প্রত্যাখ্যান।
যেকোনো শহর এ দৃশ্যে বদল আনার ক্ষমতা রাখেনা।
উজান উপাধ্যায়
এরাত কলকাতার নয়। অন্য শহরে আছি। ভুবনেশ্বর।ওলিয়েন্দ্রা দূরে ঘুমিয়েছে।আমি
গেস্ট হাউসে।ফোন করে সবুজ কন্ঠস্বরে শুভরাত্রি জানিয়ে বলেছে , বাবা ঘুমিয়ে পড়ো।
ঘুমোতে দিল না ব্যালকনি , নির্জন বারান্দা। শহরে প্রচুর আলো , রাত প্রায়
অদৃশ্য হয়ে গেছে। খুব জোর করে নিঃসাড় হতে চেয়ে বারবার প্রার্থনা সঙ্গীতের
নিয়মাবলী ছেড়ে সোজাসাপ্টা পৌঁছে গেছে
নক্ষত্রের কাছে। তাদেরও ঘোর বিপদ। ছুটে আসছে উল্লাসের ব্যাধি , রাত তবুও অচেনা
হওয়ার ভানে কিছুতেই আটকে থাকছেনা।
শহর বদলে গেছে , নারীর ভ্রুক্ষেপ এমনকি বালিশ চাদর , পুরুষের গাম্ভীর্য -এখানে
তাৎক্ষণিক সব ওলোটপালট।
শুধুমাত্র জেগে থাকা কবি , ভেঙে ফেলছে একভাবে ঈশ্বরীর গোপন প্রত্যাখ্যান।
যেকোনো শহর এ দৃশ্যে বদল আনার ক্ষমতা রাখেনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন