নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

অপরিহার্য
উজান উপাধ্যায়

এরাত কলকাতার নয়। অন্য শহরে আছি। ভুবনেশ্বর।ওলিয়েন্দ্রা দূরে ঘুমিয়েছে।আমি  
গেস্ট হাউসে।ফোন করে সবুজ কন্ঠস্বরে শুভরাত্রি জানিয়ে বলেছে , বাবা ঘুমিয়ে পড়ো।

ঘুমোতে দিল না ব্যালকনি , নির্জন বারান্দা। শহরে প্রচুর আলো , রাত প্রায়  
অদৃশ্য হয়ে গেছে। খুব জোর করে নিঃসাড় হতে চেয়ে বারবার প্রার্থনা সঙ্গীতের  
নিয়মাবলী ছেড়ে সোজাসাপ্টা পৌঁছে গেছে
নক্ষত্রের কাছে। তাদেরও ঘোর বিপদ। ছুটে আসছে উল্লাসের ব্যাধি , রাত তবুও অচেনা  
হওয়ার ভানে কিছুতেই আটকে থাকছেনা।

শহর বদলে গেছে , নারীর ভ্রুক্ষেপ এমনকি বালিশ চাদর , পুরুষের গাম্ভীর্য -এখানে  
তাৎক্ষণিক সব ওলোটপালট।

শুধুমাত্র জেগে থাকা কবি , ভেঙে ফেলছে একভাবে ঈশ্বরীর গোপন প্রত্যাখ্যান।

যেকোনো শহর এ দৃশ্যে বদল আনার ক্ষমতা রাখেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন