ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

ছায়াপথ

ভিড়ের মাঝে হাতটা ছেড়ে
পারলে একটু একলা হাটতে দিও
অনেকটা দিনই হাঁটলাম
ভেপারের নীচ দিয়ে
একে অপরের ছায়া মাড়িয়ে
চিনি বেশি কড়া লিকারের
এঠো কাপে কম তো চুমুক দিইনি
জানতে তুমি আমি ব্ল্যাক কফি ভালোবাসি
তবুও খেয়েছি আহ্লাদের এঠো ভাড়
তবে আজ থাক!
অন্য দিন নয় বরং
শুরু করি নতুন প্রসঙ্গ
একলা হাটার
জানি বদ অভ্যেস আমার
না দেখে পথ চলার
বারে বারে হোঁচট খাওয়ার
তুমি বকে সামলে নিতে
সামলে দিতে অজস্র বার
অজস্র জেব্রা ক্রসিং
ভিড়ের মাঝে হেঁটে যেতাম
কালো মাথার ঠেলাঠেলি তে
কথা দিলাম এবার হোঁচট ছাড়াই হাঁটবো
মেঘলা আকাশ কালো করে এলে
ভুলবো না ছাতা নিতে
কংক্রিটের কালো গলি ভেঙে
কালো মাথা গুলোর ছায়া মাড়াবো
হাটঁবো! হাটঁবো আরো একলা ছায়াপথ।
             
 জয়দীপ রায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন