নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮

বিষয়- বড়দিন

_____কলকাতার যীশু
                সুনন্দ মন্ডল

আজ বড়দিন
সত্যিই এক সান্তাক্লজ এর আগমন মুহূর্ত
আনন্দঘন সাক্ষী চকোলেট কেক ইত্যাদি।
সারা বিশ্বের যীশু
সকল ধার্মিকের প্রাণপুরুষ
তাঁরই জন্মদিন
বড়দিনের স্মারকলিপি!

ঘটা করে প্রদীপ জ্বালানো হয়,
মোমবাতির শিখা আলোর উজ্জ্বলতা মেলে ধরে
টেবিলে টেবিল সাজিয়ে সাহেবি পোশাকে
সীমাহীন খুশি মজা হুল্লোর।

কিন্তু এ বড়দিন অন্য বড়দিন!
এখানে মোমবাতি জ্বালানো হবে
কিন্তু কেক কাটা হবে না!
কিংবা মেরি ক্রিসমাস কেউ বলবে না
শুধু চোখের জল ঝরবে
আর বিদায় জানাবে কলকাতার যীশু'কে।
শোকস্তব্ধ জগৎ
বাঙালি মনন, বাঙালি সত্তা
কারন সে-ই ছিল
সকল কবি সাহিত্যিকদের
শব্দওয়ালা সান্তাক্লজ!
          ----------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন