পাটিগণিত
-------------তাপস চট্টোপাধ্যায়
-------------তাপস চট্টোপাধ্যায়
ভাগ মানে তো অখণ্ডতা বিলোপ
শুধু বিয়োগ বিয়োগ আর বিয়োগ।
দুই দুটো মহাবিয়োগের পরে
ছোট্ট ছোট্ট দুটো যোগ----
যোগেরা বড় হচ্ছে বড় হচ্ছে
ক্রমশঃ বড় যোগ হয়ে
গুণের সৃষ্টি করছে।
ছোট মাঝারি বড় বন্ধনীর
আস্তিনে লুকনো এক একটা গল্পগাথা
মারী, অস্ত্রের ঝংকার,
কুটিল বুদ্ধিরও।
স্রোতের অনুকূলে ভেসে যাওয়া অপেক্ষা
প্রতিকূলে দাঁড় টেনে
আপন নিজস্বতায় তীরে ওঠা
বড়ই গৌরবের।
খাড়া লাঠি বেয়ে দু'পা ওঠার জন্য
বানর এক পা পিছিয়ে আসে
তবু তো গন্তব্যের হদিশ পায়।
সরলে জটিলে মিশ্র পথচলা
সিঁড়ি ভাঙা শেষে
অপেক্ষমান সমাধানে পৌঁছই।
জীবন তো পাটিগণিতই:
উত্তর কখনো মেলে,
কখনো মেলে না।
[রঘুনাথগঞ্জ।০১/১২/২০১৮।]
শুধু বিয়োগ বিয়োগ আর বিয়োগ।
দুই দুটো মহাবিয়োগের পরে
ছোট্ট ছোট্ট দুটো যোগ----
যোগেরা বড় হচ্ছে বড় হচ্ছে
ক্রমশঃ বড় যোগ হয়ে
গুণের সৃষ্টি করছে।
ছোট মাঝারি বড় বন্ধনীর
আস্তিনে লুকনো এক একটা গল্পগাথা
মারী, অস্ত্রের ঝংকার,
কুটিল বুদ্ধিরও।
স্রোতের অনুকূলে ভেসে যাওয়া অপেক্ষা
প্রতিকূলে দাঁড় টেনে
আপন নিজস্বতায় তীরে ওঠা
বড়ই গৌরবের।
খাড়া লাঠি বেয়ে দু'পা ওঠার জন্য
বানর এক পা পিছিয়ে আসে
তবু তো গন্তব্যের হদিশ পায়।
সরলে জটিলে মিশ্র পথচলা
সিঁড়ি ভাঙা শেষে
অপেক্ষমান সমাধানে পৌঁছই।
জীবন তো পাটিগণিতই:
উত্তর কখনো মেলে,
কখনো মেলে না।
[রঘুনাথগঞ্জ।০১/১২/২০১৮।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন