কবিতা= "বড়দিন নয় "
জয়দীপ রায়
সিগারেটের ফিল্টারে লাল ঝুটি পেখম
বড় রাস্তার গিলে খাওয়া সন্ধ্যারা
সবে চুমুক দিচ্ছে
অডিনারি চায়ের ভাড়ে
কি বলিস বাদ যাক আজ
লেরো বিস্কুটেরা
দেখছিস না গির্জার বাইরে
দেদার বিলোচ্ছে কেক
হ্যাট ক্যাপ ইনজিরি শব্দে
বলছে ওরা মেরি ক্রিসমাস ডিয়ার
এই লও কেক উপহার
উপহাসের দরজায় দাড়িয়ে
নুন ভাতের জোগারের এক তরুন
আজ ওর বড়দিন নয়
ফেরি সেরে বেকারত্বের ভিড়ে
তখন হাত পেতে
অভিনন্দন নয় একটা খিদে
নিচ্ছে সে সমাদরে।
জয়দীপ রায়
সিগারেটের ফিল্টারে লাল ঝুটি পেখম
বড় রাস্তার গিলে খাওয়া সন্ধ্যারা
সবে চুমুক দিচ্ছে
অডিনারি চায়ের ভাড়ে
কি বলিস বাদ যাক আজ
লেরো বিস্কুটেরা
দেখছিস না গির্জার বাইরে
দেদার বিলোচ্ছে কেক
হ্যাট ক্যাপ ইনজিরি শব্দে
বলছে ওরা মেরি ক্রিসমাস ডিয়ার
এই লও কেক উপহার
উপহাসের দরজায় দাড়িয়ে
নুন ভাতের জোগারের এক তরুন
আজ ওর বড়দিন নয়
ফেরি সেরে বেকারত্বের ভিড়ে
তখন হাত পেতে
অভিনন্দন নয় একটা খিদে
নিচ্ছে সে সমাদরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন