দৃষ্টিকোণ
চয়নিকা
ভাঙনের থেকে নিরাপদ দূরত্বে
দাঁড়িয়ে থাকা মানুষ জানে না,
মিনিটে কতটা করে জমি সরলে
কাউকে অসহায় ঘোষণা করা যায়।
যার মাথার উপরে
ত্রিস্তরীয় ছাদের বন্দোবস্ত আছে,
তাকে দুর্যোগের খবর রাখতে
হয়নি কখনো।
যাকে ঘিরে মানুষ জমে,
ভোরের ঘন কুয়াশার মতো,
তার কাছে একা থাকাটা
নিতান্তই বিলাসিতা।
চয়নিকা
ভাঙনের থেকে নিরাপদ দূরত্বে
দাঁড়িয়ে থাকা মানুষ জানে না,
মিনিটে কতটা করে জমি সরলে
কাউকে অসহায় ঘোষণা করা যায়।
যার মাথার উপরে
ত্রিস্তরীয় ছাদের বন্দোবস্ত আছে,
তাকে দুর্যোগের খবর রাখতে
হয়নি কখনো।
যাকে ঘিরে মানুষ জমে,
ভোরের ঘন কুয়াশার মতো,
তার কাছে একা থাকাটা
নিতান্তই বিলাসিতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন