______প্রেমিক
সুনন্দ মন্ডল
রক্তকরবী গুঁজে দেওয়া তোমার চুল
হাওয়ায় উড়ে এসে বলে, "শান্তি"!
নাক শুষে নেয় তোমার সুগন্ধী মেশা দেহ।
কাল রতি চক্রে তোমার ঋতুচক্র খেলা
ব্যথায় কুঁকড়ে যাওয়া মন
অবসন্ন প্রকৃতির সাজে সামনে দাঁড়াও
শুকনো ঠোঁটের বিরহ নিয়ে!
আমি তখনও খুঁজি সেই গন্ধ
পুরুষ প্রেমিক তো!
তোমার অবসন্নতাকে মেলাতে চাই আমার প্রশান্তিতে।
---------------
কাঠিয়া, মুরারই, বীরভূম
সুনন্দ মন্ডল
রক্তকরবী গুঁজে দেওয়া তোমার চুল
হাওয়ায় উড়ে এসে বলে, "শান্তি"!
নাক শুষে নেয় তোমার সুগন্ধী মেশা দেহ।
কাল রতি চক্রে তোমার ঋতুচক্র খেলা
ব্যথায় কুঁকড়ে যাওয়া মন
অবসন্ন প্রকৃতির সাজে সামনে দাঁড়াও
শুকনো ঠোঁটের বিরহ নিয়ে!
আমি তখনও খুঁজি সেই গন্ধ
পুরুষ প্রেমিক তো!
তোমার অবসন্নতাকে মেলাতে চাই আমার প্রশান্তিতে।
---------------
কাঠিয়া, মুরারই, বীরভূম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন