"প্রেমের স্মৃতিচারণ"
প্রেমিক -চঞ্চল ভট্টাচার্য।
তোমার চোখের ঐতিহাসিক দৃষ্টি,
আমার চোখে প্রেমের তীরধনুক,
তোমার হাসির অঝর ধারায় বৃষ্টি,
আমি,
তোমার প্রেমে পাগল, উন্মুখ।
তোমার সেদিন গোলাপ রঙের শাড়ি,
আমার মনে প্রেমের তরবারি,
লিখতে বসে তোমার কবিতারা,
হারাচ্ছিলো কমা কিম্বা দারি।
হাজার লোকের মধ্যে আমি তোমায়,
লজ্জাহীন সেই প্রেম নিবেদন আমার,
রিজেক্ট তুমি করেছিলে বটে,কিন্তু
চান্স ছিলো না আমার প্রেম কমার।
তাই ফোন করা আর মেসেজ পায়নি বিরাম,
তুমি ব্লক করতে প্রায় প্রতিদিনই,
আমার নতুন নতুন ফেসবুক একাউন্টে
আমি ঘৃণা করার সুযোগ তোমায় দিইনি।
অবশেষে হয়েছিলে রাজি,
শর্ত ছিলো প্রেমের থেকে বেশি,
ভালোবাসা জিতেছিলো সেদিন
কারণ আমি হলাম প্রেমের খেলায় মেশি।
এখন আমার বয়স বছর ষাট,
তুমি আমার পাশেই বসে ছিলে,
হঠাৎ করেই প্রেমের স্মৃতিচারণ,
তুমি একটু লজ্জাবতী হলে।
প্রেমিক -চঞ্চল ভট্টাচার্য।
তোমার চোখের ঐতিহাসিক দৃষ্টি,
আমার চোখে প্রেমের তীরধনুক,
তোমার হাসির অঝর ধারায় বৃষ্টি,
আমি,
তোমার প্রেমে পাগল, উন্মুখ।
তোমার সেদিন গোলাপ রঙের শাড়ি,
আমার মনে প্রেমের তরবারি,
লিখতে বসে তোমার কবিতারা,
হারাচ্ছিলো কমা কিম্বা দারি।
হাজার লোকের মধ্যে আমি তোমায়,
লজ্জাহীন সেই প্রেম নিবেদন আমার,
রিজেক্ট তুমি করেছিলে বটে,কিন্তু
চান্স ছিলো না আমার প্রেম কমার।
তাই ফোন করা আর মেসেজ পায়নি বিরাম,
তুমি ব্লক করতে প্রায় প্রতিদিনই,
আমার নতুন নতুন ফেসবুক একাউন্টে
আমি ঘৃণা করার সুযোগ তোমায় দিইনি।
অবশেষে হয়েছিলে রাজি,
শর্ত ছিলো প্রেমের থেকে বেশি,
ভালোবাসা জিতেছিলো সেদিন
কারণ আমি হলাম প্রেমের খেলায় মেশি।
এখন আমার বয়স বছর ষাট,
তুমি আমার পাশেই বসে ছিলে,
হঠাৎ করেই প্রেমের স্মৃতিচারণ,
তুমি একটু লজ্জাবতী হলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন