ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

মেঘ বলছে 
------------জয়দীপ রায়

শ্যাওলা বৃত্তের নীচে বৃষ্টির বারান্দা
জিজ্ঞেস করছে, “ কিরে ভিজতে যাবি”
কবির কল্পনায় আঁকাগেরুয়া নদীর কাছে 
কখনও মেঘের পালকি চড়ে 
মুষলধারে বর্ষে যাবি
মোহনার তুমুল ধারায়
দেখিস প্রেমের রাগ জন্ম নেবে ঠিক
আঁচল ছুঁয়ে কোমর জুড়ে  
যাব হয়তো এক ছুট্টে 
স্বপ্ন ছেড়ে তোর বাস্তবে
স্বাক্ষী থাকবে কেকার ধ্বনি 
তোরই মতো নুপূর পড়ে।
               


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন